মুদ্রাস্ফীতির চাপে নিত্যপ্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্রেরই দাম বেড়েছে। আলু, মাছ, আম, শাক-সবজি— সবেরই দাম ঊর্ধ্বমুখী! এরই মধ্যে জামাইষষ্ঠীর আগে কিছুটা স্বস্তি দিয়ে আজ আরও কমেছে মুরগির মাংসের দাম।
গত দিন দশেকে কলকাতায় চিকেন কেজিতে প্রায় ২৫-৩০ টাকা সস্তা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কেজিতে ২০-২৫ টাকা করে কমেছে মুরগির মাংসের দাম।
দক্ষিণবঙ্গে দাম কমলেও উত্তরে মুরগির মাংসের দামে তেমন একটা হের ফের হয়নি! চলুন জেনে নেওয়া যাক আজ (৩০ মে, ২০২২) রাজ্যের কোন জেলায় মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার) কত যাচ্ছে...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৪৩-১৫১ টাকা, মুরগির মাংস (কাটা) ২২০ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চিকেন (গোটা) প্রতি কেজি ১৩৪-১৪১ টাকা, মুরগির মাংস (কাটা) ২২০ টাকা কেজি। হাওড়াতেও মুরগির মাংসের দাম গোটা ১৩৪-১৪১ টাকা আর কাটা ২২০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৪-১৪১ টাকা আর কাটা ২২০-২২৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩৬-১৪৩ টাকা আর কাটা মাংসের দাম ২২৫-২৩০ টাকা কেজি। বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১৩৪-১৪০ টাকা কেজি আর কাটা ২২৫ টাকা কেজি।
হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ১৩৫-১৪১ টাকা আর কাটা ২২৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩৩-১৩৯ টাকা আর কাটা মাংসের দাম ২২০ টাকা কেজি।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১৩৬-১৪২ টাকা কেজি আর কাটা ২২৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১৩৮-১৪৪ টাকা আর কাটা ২৩০ টাকা কেজি।
মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১৪১-১৫২ টাকা কেজি আর কাটা ২৩৫-২৪৫ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪২-১৪৮ টাকা আর কাটা ২৪০ টাকা কেজি।