উৎসবের মরসুমে মুরগির মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা করছিলেন সাধারণ মানুষ। তবে লক্ষ্মীপুজোর আগে থেকেই নিম্নমুখী চিকেনের দাম। শেষ ৩-৪ দিন ধরে ক্রমাগত পড়ছে চিকেনের দর। রাজ্যের অধিকাংশ জেলাতেই মাংসের দর এখন কিলোতে ১৮০ টাকার নিচে নেমে গিয়েছে।
চলতি মাসের শুরু থেকেই মুরগির মাংসের দর ছিল ঊর্ধ্বমুখী। একটা সময় কিলোতে প্রায় ২৩০ টাকায় পৌঁছে গিয়েছিল মুরগির মাংসের দাম। সেখান থেকে বর্তমানে অধিকাংশ জেলাতেই মাংসের দর প্রায় ১০-১৫ শতাংশ কমেছে। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার (১৩ অক্টোবর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২৪-১৩২ টাকা, চিকেন (কাটা) ১৭০-১৭৫ টাকা কিলো। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১৮-১২৫ টাকা, চিকেন (কাটা) ১৬৫-১৭০ টাকা কিলো।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১২-১১৮ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১১৫-১২২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫ টাকা কিলো।
হুগলি আর বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১১২-১১৮ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১১৫-১২২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫-১৮০ টাকা কিলো।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১১২-১২০ টাকা কিলো আর কাটা ১৭০ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১১৫-১২২ টাকা আর কাটা ১৭৫ টাকা কিলো।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১২৫-১৩৫ টাকা কিলো আর কাটা ১৮০ টাকা কিলো। কোচবিহারে মুরগির মাংসের দাম (গোটা) প্রতি কিলো ১৩২-১৪০ টাকা আর কাটা ১৯০ টাকা কিলো। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কিলো ১২২-১৩২ টাকা আর কাটা ১৯০ টাকা কিলো।