scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 1/9

ফাটা-ছেঁড়া, ময়লা, রং লাগা বা লেখালিখিতে ভরা টাকা অনেকেই নিতে অস্বীকার করেন। দোকানে, বাজারে ছাড়াও এই ধরনের নোট কোনও কোনও ব্যাঙ্কের শাখাতেও নিতে অস্বীকার করে।

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 2/9

প্রায় সকলকেই ফাটা-ছেঁড়া টাকা নিয়ে সমস্যায় পড়তে হয়। শুধু ফাটা-ছেঁড়া নয়, ময়লা, রং লাগা বা লেখালিখিতে ভরা টাকা নিয়েও নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 3/9

আসলে কোন ধরনের টাকা বিনিময়যোগ্য আর কোন নোটগুলি সত্যিই ‘অচল’, এ সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই! তাই ফাটা-ছেঁড়া, ময়লা, রং লাগা বা লেখালিখিতে ভরা টাকা হাতে পড়লেই আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের।

Advertisement
RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 4/9

ফাটা-ছেঁড়া, ময়লা, রং লাগা বা লেখালিখি থাকা সত্ত্বেও কোন নোটগুলি বিনিময়যোগ্য আর কোনগুলি একেবারেই ‘অচল’, এ সম্পর্কে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক RBI-এর ওই নির্দেশিকা সম্পর্কে...

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 5/9

সাধারণ মানুষ শুধু নিজের ব্যাঙ্কেই নয়, যে কোনও ব্যাঙ্কে গিয়েই ফাটা-ছেঁড়া, ময়লা, রং লাগা বা লেখালিখি থাকা টাকা বদলে নিতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশ অনুযায়ী, কোনও ব্যক্তি ওই ব্যাঙ্কের গ্রাহক না হলেও এই ধরনের টাকা বদলের ক্ষেত্রে ব্যাঙ্ক তাঁকে ফেরাতে পারে না।

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 6/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ওই নির্দেশিকায় সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, কোনও ব্যাঙ্ক তার গ্রাহকের থেকে ফাটা-ছেঁড়া, ময়লা, রং লাগা বা লেখালিখি থাকা টাকা নিতে অস্বীকার করতে পারবে না।

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 7/9

কোনও নোটের গায়ে রং, দাগ বা লেখালিখি আছে, তাহলে কোনও ব্যাঙ্কে গিয়েই সেটি বদলে ফেলা যাবে এবং সমান মূল্যের অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। আর ফাটা-ছেঁড়া টাকা যে কোনও ব্যাঙ্কে গিয়ে বদলে নেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে RBI-এর নোট বদলের যে বিধি রয়েছে, সেই বিধি মেনেই নোট বদল করা হবে।

Advertisement
RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 8/9

তবে টাকার কোনও অংশ পুড়ে গেলে বা আঠা দিয়ে জোড়া থাকলে সেটি বদলের ক্ষেত্রে যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। ওই ধরনের নোট বদলে দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিজার্ভ ব্যাঙ্কের সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত অফিসার। তাহলে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ওই নির্দেশিকা অনুযায়ী, কোন নোটগুলি একেবারেই অচল?

RBI Guidelines For Damaged Bank Notes: ফাটা-ছেঁড়া নয়, এই সব টাকা সত্যিই অচল! জানুন RBI-এর নির্দেশ
  • 9/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ওই নির্দেশিকা অনুযায়ী, কোনও ফাটা-ছেঁড়া বা রং লাগা টাকার উপরে Pay/Paid বা Reject স্ট্যাম্প থাকলে সেগুলি কোনও ব্যাঙ্কে গিয়েই বদলে ফেলা যাবে না। যে সমস্ত টাকার উপর এমন স্ট্যাম্প দেওয়া থাকবে, সেগুলি কেটে ফেলাই নিয়ম। অর্থাৎ, এগুলি একেবারেই অচল!

Advertisement