পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য চালু হয়ে গেল Student Credit Card। এর মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন রাজ্যের পড়ুয়ারা। এই Student Credit Card-এর মাধ্যমে শুধুমাত্র স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও।
কিন্তু কী ভাবে রাজ্যের পড়ুয়ারা এই Student Credit Card-এর জন্য আবেদন জানাতে পারবেন? এই কার্ড পেতে কী কী নথি জমা দিতে হবে? জেনে নিন খুঁটিনাটি...
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই Student Credit Card-এর সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে। শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে এ রাজ্যের ইচ্ছুক ছাত্রছাত্রীরা Student Credit Card-এর জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইন পোর্টাল wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে।
শিক্ষা দপ্তরের ওয়েবসাইট ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে এই Student Credit Card-এর সম্পর্কে তথ্য জানতে পারবেন। তার জন্য এই 18001028014 নম্বরে ফোন করলে মিলবে এই Student Credit Card-এর সম্পর্কে বিস্তারিত তথ্য। সেই তথ্য জেনে সঠিক ভাবে আবেদন করা যাবে।
তবে অফলাইনে বা কোনও ব্যক্তি মারফৎ এই Student Credit Card-এর জন্য আবেদন করা যাবে না। তাই কোনও রকম প্রতারকের ফাঁদে পা দেবেন না।
এই Student Credit Card-এর জন্য আবেদন করতে কী কী নথি লাগবে? পড়ুয়াদের ঠিকানার প্রমাণপত্র, তাঁর পরিবারের মোট আয়ের প্রমাণপত্র, মার্কশিট, অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্টের প্রতিলিপি।