scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 1/8

মে মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! এমনিতে জানুয়ারি থেকেই দেশে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টিকা নেওয়ার জন্য CoWin বা Aarogya Setu অ্যাপে নাম নথিভুক্ত করতে হচ্ছে।

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 2/8

অ্যাপ ছাড়াও cowin.gov.in ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যেতে পারে। টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে।

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 3/8

টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রথম ডোজ নেওয়ার পর টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে টিকার প্রতিটি ডোজ নেওয়ার পরই CoWin বা Aarogya Setu অ্যাপে চলে আসবে আপনার Covid Vaccination Certificate।

Advertisement
Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 4/8

কিন্তু কেউ যদি নকল Covid Vaccination Certificate বানিয়ে প্রতারণা করার চেষ্টা করে! তখন কী করে চিনবেন Covid Vaccination Certificate আসল না নকল!

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 5/8

চলুন আপনার Covid Vaccination Certificate আসল না নকল, তা যাচাই করার পদ্ধতি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 6/8

প্রথমে Covid Vaccination Certificate আসল না নকল, তা যাচাই করার জন্য এই লিঙ্কে http://verify.cowin.gov.in/ ক্লিক করুন। এ বার এখানে Scan QR Code বেছে নিন। পোর্টালের ভেরিফিকেশন পেজে এই অপশন বেছে নেওয়ার পরই আপনার ডিভাইসের ক্যামেরা অ্যাকসেসের জন্য একটি পপ-আপ মেসেজ দেখতে পাবেন।

Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 7/8

এ বার স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে Covid Vaccination Certificate-এর QR Code স্ক্যান করুন। এই QR Code স্ক্যান করলেই স্মার্টফোনের স্ক্রিনে ফুটে উঠবে টিকা নিয়েছেন যিনি, তাঁর নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি তথ্য।

Advertisement
Vaccination Certificate Verification: আপনার Covid Vaccination Certificate আসল না নকল? দেখে নিন
  • 8/8

এই QR Code স্ক্যান করার পর যদি উল্লেখিত তথ্যগুলি আপনার সাথে মিলে যায়, তাহলে Covid Vaccination Certificate একেবারে আসল এবং নির্ভুল। তবে যদি উল্লেখিত তথ্যগুলি আপনার সাথে না মেলে বা 'Certificate invalid' লেখাটি স্মার্টফোনের স্ক্রিনে ফুটে ওঠে, সে ক্ষেত্রে বুঝতে হবে ওই Covid Vaccination Certificate ভুয়ো।

Advertisement