পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। জুলাইয়ের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে।
দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১ আগস্ট মধ্যরাত থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭৩ টাকা ৫০ পয়সা করে বেড়েছে।
বর্তমানে দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৬১ টাকা।
কেন্দ্র চায় দেশের অধিকাংশ পরিবারকে সুলভে রান্নার গ্যাসের নতুন কানেকশন দিতে। সে জন্য ১ মে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্র। এর উদ্দেশ্য, দেশের দারিদ্রসীমার নীচে (বিপিএল) থাকা পরিবারগুলিতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ আগস্ট থেকে দারিদ্র্যসীমার নীচে (বিপিএল) সুবিধাভোগীদের মধ্যে এলপিজি সংযোগ বিতরণের মাধ্যমে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্বের সূচনা করেছেন। এর আওতায় ১ কোটি নতুন পরিবারকে গ্যাস সংযোগ বিতরণ করা হবে। এখন পর্যন্ত 8 কোটি পরিবার এর সুবিধা পেয়েছে।
এটি এমন একটি প্রকল্প, যার মাধ্যমে সমাজের আর্থিক ভাবে পিছয়ে পড়া পরিবার একেবারে বিনামূল্যেই রান্নার গ্যাসের সিলিন্ডার বা নতুন রান্নার গ্যাসের কানেকশন পেতে পারে। কিন্তু কী ভাবে এই প্রকল্পের আওতায় নতুন LPG Connection পাবেন? কী ভাবে, কোথায় এর জন্য আবেদন করতে হবে? জেনে নিন...
উজ্জ্বলা স্কিমের সুবিধা নিতে, আপনি অফিসিয়াল পোর্টাল pmuy.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন পোর্টাল pmuy.gov.in এ ক্লিক করার পর, উপরে দেওয়া নতুন উজ্জ্বলা ২.০ সংযোগের জন্য আবেদন করুন।
এবার আপনি পেজের নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি। আপনার সুবিধামতো যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে নতুন সংযোগের জন্য অনুরোধ করে প্রয়োজনীয় জরুরি তথ্য দিয়ে অনলাইন ফর্মটি সাবমিট করুন।