Advertisement
ইউটিলিটি

আপনার মোবাইল নম্বরের সঙ্গে Aadhaar লিঙ্ক করা নেই? জানুন কী করবেন

  • 1/6

আপনি কি Aadhaar-এর মোবাইল নম্বর, ইমেল আইডি, ছবি, বায়োমেট্রিক বা লিঙ্গ সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চান? জানেন তো, এখন এই সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করতে কোনও রকম নথি-পত্রের প্রয়োজন হয় না! মাস খানেক আগে Aadhaar-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এ কথা জানানো হয়েছে।

  • 2/6

Aadhaar-এর অফিসিয়াল ওই টুইট অনুযায়ী, এখন থেকে Aadhaar-এর মোবাইল নম্বর, ইমেল আইডি, ছবি, বায়োমেট্রিক বা লিঙ্গ সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করার জন্য কোনও নথি-পত্র লাগবে না।

  • 3/6

তাহলে কী ভাবে Aadhaar-এর মোবাইল নম্বর, ইমেল আইডি, ছবি, বায়োমেট্রিক বা লিঙ্গ সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন বা সংশোধন করবেন? এর জন্য শুধুমাত্র নিজের বর্তমান Aadhaar কার্ডটি নিয়ে নিকটবর্তী Aadhaar কেন্দ্রে গেলেই এই সমস্ত তথ্য আপডেট করা যাবে।

Advertisement
  • 4/6

নিকটবর্তী Aadhaar কেন্দ্রে Aadhaar-এর তথ্য পরিবর্তন বা সংশোধন করতে হলে নিকটবর্তী Aadhaar কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বুক করতে হবে। অনলাইন এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এই লিঙ্কে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx ক্লিক করতে হবে।

  • 5/6

এই লিঙ্কে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx ক্লিক করে লোকেশন নির্বাচন করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এর পর যাবতীয় প্রয়োজনীয় তথ্য এখানেই নির্দিষ্ট অংশে দিতে হবে।

  • 6/6

সমস্ত জরুরি প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। এই OTP ভেরিফিকেশন হওয়ার পর অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নিতে হবে। সব হয়ে গেলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপয়েন্টমেন্টের অংশটি প্রিন্ট নিয়ে আধার কেন্দ্রে গেলে নতুন আধার কার্ডও তৈরি করা যাবে।

Advertisement