scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 1/8

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য Student Credit Card ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই কার্ডের সাহায্যে বাংলার পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে।

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 2/8

শুধুমাত্র স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, এই Student Credit Card-এর মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও।

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 3/8

কিন্তু কী ভাবে রাজ্যের পড়ুয়ারা এই Student Credit Card-এর জন্য আবেদন জানাতে পারবেন? এই কার্ড পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন খুঁটিনাটি...

Advertisement
Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 4/8

ছাত্রছাত্রীরা Student Credit Card-এর জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়া, wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে।

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 5/8

এ ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে এই Student Credit Card-এর সম্পর্কে তথ্য জানতে পারবেন। তার জন্য এই 18001028014 নম্বরে ফোন করলে মিলবে এই Student Credit Card-এর সম্পর্কে বিস্তারিত তথ্য। সেই তথ্য জেনে সঠিক ভাবে আবেদন করা যাবে।

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 6/8

এ বার জেনে নেওয়া যাক এই Student Credit Card-এর জন্য আবেদন করতে কী কী নথি লাগবে? পড়ুয়াদের ঠিকানার প্রমাণপত্র, তাঁর পরিবারের মোট আয়ের প্রমাণপত্র, মার্কশিট, অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্টের প্রতিলিপি।

Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 7/8

উল্লেখিত নথিগুলির সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছয় মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদন করার পর রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনপত্র ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। আবেদন শেষে মোবাইলে একটি মেসেজের মাধ্যমে আবেদন গৃহীত হল কিনা তা জানিয়ে দেওয়া হবে।

Advertisement
Student Credit Card পেতে কী কী নথি জমা দিতে হবে জানেন? জেনে নিন
  • 8/8

তবে অফলাইনে বা কোনও ব্যক্তি মারফৎ এই Student Credit Card-এর জন্য আবেদন করা যাবে না। তাই কোনও রকম প্রতারকের ফাঁদে পা দেবেন না। সরাসরি wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করুন Student Credit Card-এর জন্য।

Advertisement