Advertisement
ইউটিলিটি

করোনার টিকা নিতে কীভাবে রেজিস্ট্রেশন, কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন?

করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 1/6

দীর্ঘ অপেক্ষার অবসান হল আজ। কারণ, আজ দুপুরেই কলকাতায় পৌঁছেছে অক্সফোর্ডের বিজ্ঞানীদের আবিষ্কৃত করোনার টিকা। মঙ্গলবার দুপুরের বিমানে কলকাতায় পৌঁছে গিয়েছে পুণের সেরাম ইন্সটিটিউটে (Serum Institute of India) তৈরি এই করোনা টিকা Covishield।

করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 2/6

দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে করোনার দুটি প্রতিষেধক— অক্সফোর্ড-AstraZeneca-র তৈরি Covishield এবং ভারত বায়োটক (Bharat Biotech) ও ICMR-এর যৌথ উদ্যোগে তৈরি Covaxin-কে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 3/6

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার গণ টিকাকরণ শুরু হতে চলেছে। তার আগেই এ রাজ্যে আজ পৌঁছে যাচ্ছে Covishield। কিন্তু জানেন কি করোনার টিকা নেওয়ার জন্য কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Advertisement
করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 4/6

প্রথমেই করোনার টিকা দেওয়া হবে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এর পর একে একে টিকা দেওয়া হবে সামনের সারির করোনা যোদ্ধাদের। এই তালিকায় রয়েছেন পুলিশকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী, নগরোন্নয়ন দপ্তরের কর্মীরা। এর পর টিকা দেওয়া হবে দেশের প্রবীণ নাগরিকদের।

করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 5/6

টিকা নেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করাতে হবে না। তবে বাকিদের টিকা নিতে কী হলে অগ্রাধিকারের ভিত্তিতে নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন। CoWin অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য Google Play Store বা Apple App Store থেকে CoWin অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে।

করোনার টিকা নিতে কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে জানেন? জেনে নিন
  • 6/6

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement