পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া! তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। সম মিলিয়ে মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্তের জীবন!
এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রান্নার গ্যাস বুকিংয়ে বড়সড় ছাড়ের সুযোগ! ৩০ জুন পর্যন্ত LPG gas সিলিন্ডার বুক করা যেতে পারে একেবারে ‘জলের দরে’!
দেশের তিন পেট্রোলিয়াম সংস্থা HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা ৩০ জুন পর্যন্ত LPG gas সিলিন্ডার বুক করতে পারবেন মাত্র ৩৫ টাকা ৫০ পয়সায়! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...
বর্তমানে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার ৮৩৫ টাকা ৫০ পয়সায় কিনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। পরে অবশ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের দেওয়া ভর্তুকির অর্থ জমা পড়ে।
একটি বিশেষ অফারে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা।
এই অফারে Paytm অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলে গ্রাহকরা ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন! Paytm অ্যাপের মাধ্যমে যাঁরা প্রথম বার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করবেন, শুধুমাত্র তাঁরাই এই অফার পেতে পারেন।
এই অফারের সাহায্যে আসলে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য গ্রাহকদের উৎসাহিত করতে চাইছে HP, Indane বা Bharat Gas-এর মতো সংস্থাগুলিও।
এই অফারে গ্রাহককে অন্তত ৫০০ টাকা প্রথমেই দিয়ে দিতে হবে। তবেই এই অফারটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ক্যাশব্যাকের একটি স্ক্র্যাচ কার্ড পাবেন গ্রাহক। স্ক্র্যাচ কার্ডে ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন গ্রাহক।