পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। বিগত ৯ মাসে ২৬৫ টাকা বেড়েছে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম! শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধিই নয়, কেন্দ্র সরকার করোনার সময় সিলিন্ডারের ভর্তুকি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। ফলে রান্না করার জন্য গ্যাস জ্বালাতে ট্যাঁকে রীতিমতো টান পড়ছে আম জনতার।
দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১ অগাস্ট মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম ২৫ টাকা করে বেড়েছে।
এপ্রিলে ১০ টাকা কমেছিল LPG সিলিন্ডারের দাম। তার পর মে, জুনেও LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিতই ছিল। অগাস্টে দাম বাড়ার পর দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮৫৯ টাকা ৫০ পয়সা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৮৬ টাকা।
এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রান্নার গ্যাস বুকিংয়ে বড়সড় ছাড়ের সুযোগ! LPG gas সিলিন্ডার বুক করা যেতে পারে একেবারে বিনামূল্যে, তা-ও টানা ৩ মাস পর্যন্ত! দেশের তিন পেট্রোলিয়াম সংস্থা HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা একটি বিশেষ অফারে LPG gas সিলিন্ডার বুকিংয়ে ৩ মাসে ২,৭০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...
বর্তমানে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার ৮৮৬ টাকায় কিনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। পরে অবশ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের দেওয়া ভর্তুকির অর্থ জমা পড়ে। একটি বিশেষ অফারে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ২,৭০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা।
এই অফারে Paytm অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলে গ্রাহকরা ২,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন যা মোট তিন মাসে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে! Paytm অ্যাপের মাধ্যমে যাঁরা প্রথমবার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করবেন, শুধুমাত্র তাঁরাই এই অফারের সুবিধা পেতে পারেন।
এই অফারে ক্যাশব্যাকের একটি স্ক্র্যাচ কার্ড পাবেন গ্রাহক। স্ক্র্যাচ কার্ডে ন্যূনতম ১০ টাকা থেকে সর্বাধিক ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন গ্রাহক।
এর জন্য গ্রাহককে Paytm অ্যাপে ক্যাশব্যাক এবং অফার্স সেকশনে গিয়ে দেখতে হবে এবং অফারে পাওয়া কার্ড স্ক্র্যাচ করে জেনে নিতে হবে ক্যাশব্যাকের পরিমাণ। প্রতিটি স্ক্র্যাচ কার্ডে প্রাপ্ত বিশেষ অফারের মেয়াদ ৭ দিনের।