scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আপনার কি রঙিন Voter ID কার্ড আছে? এই পদ্ধতিতে পেয়ে যান বাড়িতে বসেই

How to apply for colour Voter ID card online?
  • 1/8

আপনার সচিত্র পরিচয়পত্র বা নাগরিকত্বের প্রমাণপত্র যদি রঙিন করাতে চান, তাহলে কী করতে হবে জানেন? আরও সোজা কথায় বলতে হলে যদি সাদা-কালোর পরিবর্তে রঙিন ভোটার কার্ড পেতে চান, তাহলে কী করতে হবে জানেন? চলুন জেনে নেওয়া যাক।

How to apply for colour Voter ID card online?
  • 2/8

ভারতের নির্বাচন কমিশন (Election Commission) এখন রঙিন এবং পিভিসি (প্লাস্টিকের) ভোটার কার্ড তৈরি করছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এখন বাড়িতে বসেই রঙিন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদনের সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে এই রঙিন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে...

How to apply for colour Voter ID card online?
  • 3/8

রঙিন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন যে ভাবে: রঙিন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে nvsp (national voter’s service protal) ওয়েবসাইটের হোম পেজে গিয়ে পোর্টাল বক্সে ক্লিক করতে হবে।

Advertisement
How to apply for colour Voter ID card online?
  • 4/8

পোর্টাল বক্সে ক্লিক করে এই লিঙ্কের সাহায্যে https://voterportal.eci.gov.in পোর্টালে গিয়ে এখানে নিজেদের রেজিস্টার করাতে হবে।

How to apply for colour Voter ID card online?
  • 5/8

আবেদনকারীদের একটি ফর্মে বেশ কিছু তথ্য-সহ নিজস্ব সাম্প্রতিক ছবি দিতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর এর একটি প্রতিলিপি (কপি)নিজের কাছে ডাউনলোড অথবা প্রিন্ট করে রেখে দিতে হবে।

How to apply for colour Voter ID card online?
  • 6/8

যদি কোনও নতুন কার্ড তৈরি করার থাকে সে ক্ষেত্রে আবেদনকারীকে Form 6 ভরতে হবে। এই https://voterportal.eci.gov.in পোর্টালে গিয়ে দেশের যে কোনও রাজ্য, যে কোনও প্রান্ত থেকে উপযুক্ত নথি-পত্র-সহ ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

How to apply for colour Voter ID card online?
  • 7/8

অনলাইনে আবেদনের পর যাবতীয় তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার এলাকার বিএলও (বুথ স্তরের কর্মকর্তা) আবেদনকারীর বাড়িতে আসবেন এবং তথ্যগুলি খুঁটিয়ে পরীক্ষা করবেন।

Advertisement
How to apply for colour Voter ID card online?
  • 8/8

এলাকার বিএলও (বুথ স্তরের কর্মকর্তা) কর্তৃক আবেদনের রিপোর্ট দাখিলের এক মাসের মধ্যেই আবেদনকারীর নতুন রঙিন পিভিসি (প্লাস্টিকের) ভোটার কার্ডটি তাঁর বাড়িতে পৌঁছে যাবে।

Advertisement