Advertisement
ইউটিলিটি

Credit Card Limit Increase: ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে চান? জেনে নিন ৫ সহজ টেকনিক

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন
  • 1/9

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডের মাধ্যমেই তাঁরা মিটিয়ে ফেলেন বিল। কিন্তু তারপরও তাঁরা বুঝতে পারেন না যে কীভাবে তাঁদের কার্ড লিমিট বাড়বে। 

ক্রেডিট কার্ডের লিমিট বেশি থাকা খুব জরুরি
  • 2/9

এই প্রসঙ্গে বলে রাখি, ক্রেডিট কার্ডের লিমিট বেশি থাকা খুব জরুরি। তাহলেই প্রয়োজনের সময় এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। সামলে নিতে পারবেন বিপদ। 
 

অনেকে বুঝতেই পারেন না যে ঠিক কীভাবে বাড়ানো যায় ক্রেডিট কার্ডের লিমিট
  • 3/9

যদিও মুশকিল হল, অনেকে বুঝতেই পারেন না যে ঠিক কীভাবে বাড়ানো যায় ক্রেডিট কার্ডের লিমিট! আর সেই কারণেই তাঁরা কম লিমিট নিয়ে দিন কাটান। 

Advertisement
এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে
  • 4/9

যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। আপনি চাইলেই ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে পারেন। আর সেই পদ্ধতি জানান হল নিবন্ধটিতে। 
 

ঠিক ঠাক সময়ে বিল পেমেন্ট করতে হবে
  • 5/9

সবার আগে আপনাকে ঠিক ঠাক সময়ে বিল পেমেন্ট করতে হবে। তাহলেই দেখবেন ব্যাঙ্ক ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতে অনুরোধ করবে। আপনাকে আর আলাদা করে কিছু করতে হবে না। 

ক্রেডিট কার্ডের সব লিমিট ব্যবহার করবেন না
  • 6/9

ক্রেডিট কার্ডের সব লিমিট ব্যবহার করবেন না। বরং ৩০ শতাংশের মতো ক্রেডিট লিমিট ব্যবহার করুন। তাতেই কাজ হবে। 
 

নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে
  • 7/9

নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। তাহলেই ব্যাঙ্ক আপনার উপর করবেন বিশ্বাস। তাদের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে ক্রেডিট স্কোর। 

Advertisement
 ক্রেডিট স্কোর বাড়াতে হবে
  • 8/9

ক্রেডিট স্কোর বাড়াতে হবে। ৭৫০-এর উপরে ক্রেডিট স্কোর নিয়ে যান। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনার লিমিট বাড়িয়ে দেবে নির্দিষ্ট সংস্থা। 
 

এছাড়া নিজেও ব্যাঙ্কে ফোন করতে পারেন
  • 9/9

এছাড়া নিজেও ব্যাঙ্কে ফোন করতে পারেন। তাঁদের অনুরোধ করতে পারেন লিমিট বাড়ানোর। তাতেও কাজ হতে পারে।

Advertisement