Advertisement
ইউটিলিটি

How to reduce AC Bill: দেদার AC চালিয়েও বিল কম আসবে, সিক্রেট টিপস রইল

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে
  • 1/15

গরমকাল আসছে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়বে। দিল্লির মৌসম ভবন রীতিমতো সতর্ক করেছে, সবচেয়ে গরম মার্চ মাস দেখতে চলেছে ভারত।

এয়ার কন্ডিশনার (AC) চালানো শুরু
  • 2/15

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। গরমকাল মানেই এয়ার কন্ডিশনার (AC) চালানো শুরু। 
 

বিদ্যুতের বিল নিয়ে কপালে চিন্তার ভাঁজ
  • 3/15

একই সঙ্গে বিদ্যুতের বিল নিয়ে কপালে চিন্তার ভাঁজ। একসময় এসি ছিল লাক্সারি, এখন অনেক ক্ষেত্রেই তা প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ জলবায়ু পরিবর্তন। 
 

Advertisement
দীর্ঘ সময় ধরে AC চলে
  • 4/15

এখন প্রশ্ন হল, গরমে অনেকের বাড়িতেই দীর্ঘ সময় ধরে AC চলে। তার জেরে মাসের শেষে বিদ্যুতের বিলও আসে আকাশছোঁয়া। তাই একবার জেনে নেওয়া যাক, AC চালিয়ে আরামে থেকেও বিদ্যুতের বিল কম আসার টিপসগুলি। এই উপায়গুলি মানলে বিল নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। 
 

 সরাসরি তাপে কনডেনসারের ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে যায়
  • 5/15

এসি সেট করার আগে উপযোগী জায়গা নির্বাচন করা জরুরি। এসি কনডেনসার একটি ছাউনি ঘেরা জায়গায় রাখা দরকার, সূর্যের তাপ যেখানে সরাসরি পড়বে না। সরাসরি তাপে কনডেনসারের ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে যায়। এতে রুম ঠান্ডা করতেও বেশি শক্তি খরচ হয় আর বিল বাড়তে থাকে।
 

এসির কম শক্তি খরচ হয়, বাঁচে বিদ্যুৎ খরচ
  • 6/15

প্রয়োজন অনুযায়ী কয়েক মাস পরপর এসির ফিল্টার ও কিছু যন্ত্রাংশ পরিষ্কার বা প্রয়োজনে পরিবর্তন করলে রুম ঠান্ডা করতে এসির কম শক্তি খরচ হয়, বাঁচে বিদ্যুৎ খরচ।
 

এসির মোড এলইডি লাইটের ব্যবহার
  • 7/15

এখন যেসব এসি তৈরি হচ্ছে, অনেক দিক থেকেই সেগুলো স্মার্ট সিস্টেমে তৈরি। ইনভার্টার, ইকোফ্রেন্ডলি এসিগুলোতে কম বিদ্যুৎ খরচ করে এসি চালানোর মোড থাকে।
 

Advertisement
এসির মোড এলইডি লাইটের ব্যবহার
  • 8/15

ফলে এসব এসি ২০-৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এসব এসি ম্যানুয়ালি তাপমাত্রা পর্যবেক্ষণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণও করে। 
 

মোড বুঝে এসি চালান
  • 9/15

তাই মোড বুঝে এসি চালালে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা কমে যাবে। সাধারণ বাল্বের চেয়ে এলইডি লাইট কম তাপ উৎপাদন করে, বিদ্যুৎ খরচও কমে। এই লাইটগুলো বাড়ির সব জায়গা, বিশেষত এসি রুমের জন্য বেশ উপকারী। 
 

সাশ্রয়ের কথা ভাবলে এলইডি লাইটই ভাল
  • 10/15

অন্দরসজ্জায় অনেকে ফিলামেন্টের লাইট ব্যবহার করলেও সাশ্রয়ের কথা ভাবলে এলইডি লাইটই ভাল। এই আলোয় ঘর কম তাপ উৎপাদন করে আর এসি চালালেও কম খরচ হয়।

জানলায় পর্দা, ফিল্ম বা স্ক্রিনের ব্যবহার
  • 11/15

অত্যধিক গরমের সময় সূর্যের তাপ সরাসরি ঘরে ঢুকে পড়ে, তাই মোটা পর্দা ব্যবহার করা ভালো। অনেকে মোটা পর্দা পছন্দ করেন না, তাঁরা ফিল্ম লাগাতে পারেন। সোলার স্ক্রিন ব্যবহার করেও তাপ কমাতে পারেন। এতে ঘর কম গরম হয়, তাই এসি সহজেই ঘর ঠান্ডা করতে পারে।
 

Advertisement
বাড়ির পাশে গাছ লাগান, সময় বুঝে জানলা খুলে দিন
  • 12/15

ঘর ঠান্ডা রাখার পুরো দায়িত্ব একা এসিকে দিলে বিল তো বেশি হবেই। তাই পরিকল্পনা করে এসি চালাতে হবে। সাধারণত বাসার পূর্ব বা পশ্চিম দিক থেকে রোদ সরাসরি ঘরে ঢোকে। 
 

 কিছু গাছ লাগালে সরাসরি তাপ আসবে না
  • 13/15

সেদিকে কিছু গাছ লাগালে সরাসরি তাপ আসবে না। ফলে দিনের বেলা ঘর ঠান্ডা করতে এসির ওপর চাপ কম পড়বে।

দরজা–জানলা খুলে বাতাস চালাচলের ব্যবস্থা করে দিতে হবে
  • 14/15

তা ছাড়া সকাল বা সন্ধ্যায় আবহাওয়া যখন ঠান্ডা থাকে, তখন বন্ধ এসি রুমের দরজা–জানলা খুলে বাতাস চালাচলের ব্যবস্থা করে দিতে হবে। এতে ঘরের গরম বাতাস বের হতে পারবে, পরে সহজেই ঘর ঠান্ডা করতে পারবে এসি।

বিলের সাশ্রয় করতে পারবেন
  • 15/15

এই উপায়গুলিতে আপনি সহজেই এসি-র হাওয়া খেয়েও বিলের সাশ্রয় করতে পারবেন।

Advertisement