Advertisement
ইউটিলিটি

Special Train: ফের চালু হচ্ছে হাওড়া-বালুরঘাট স্পেশাল এক্সপ্রেস ট্রেন! চলবে সপ্তাহে পাঁচদিন

  • 1/9

মার্চ মাসে বাংলার যাত্রীদের জন্য মোট ৮টি নতুন ট্রেন চালু করেছে পূর্ব রেল (Eastern Railway)। এবার এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আর একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে হাওড়া থেকে।

  • 2/9

যাত্রীদের সুবিধার্থে হাওড়া ও বালুরঘাটের মধ্যে ফের শুরু হতে চলেছে স্পেশাল এক্সপ্রেস ট্রেন। পূর্ব রেল (Eastern Railway) সূত্রে জানা গিয়েছে, ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই স্পেশাল এক্সপ্রেস ট্রেন।

  • 3/9

আগেও একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন সপ্তাহে পাঁচদিন চলত হাওড়া ও বালুরঘাটের মধ্যে। ওই ট্রেনটি ১৩০৬৩/১৩০৬৪ হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস হিসাবে পরিচিত ছিল।

Advertisement
  • 4/9

নতুন এক্সপ্রেস ট্রেনটির নম্বর বদলে হচ্ছে ০৩০৬৩/০৩০৬৪ হাওড়া-বালুরঘাট-হাওড়া স্পেশাল। এই ট্রেনটিও সপ্তাহে পাঁচদিন যাতায়াত করবে হাওড়া ও বালুরঘাটের মধ্যে।

  • 5/9

০৩০৬৩ আপ হাওড়া-বালুরঘাট স্পেশাল হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ৭.৫০ মিনিটে। বালুরঘাটে ট্রেনটি পৌঁছোবে সন্ধ্যা ৬.০৫ মিনিটে।

  • 6/9

০৩০৬৪ ডাউন বালুরঘাট-হাওড়া স্পেশাল বালুরঘাট স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে ছাড়বে রাত ৮.৪০ মিনিটে, হাওড়ায় পৌঁছোবে পরের দিন সকাল ৬.২৫ মিনিটে।

  • 7/9

হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, গাজোল, বুনিয়াদপুর আর গঙ্গারামপুর স্টেশনে দাঁড়াবে।

Advertisement
  • 8/9

৫ এপ্রিল থেকেই হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস স্পেশাল ট্রেনের রিজার্ভেশন কাউন্টার ও ইন্টারনেটের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

  • 9/9

হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস স্পেশাল ট্রেনে কোনও অসংরক্ষিত কামরা থাকছে না। ১৪ এপ্রিলের পর থেকে ওই ট্রেনে তৎকাল কোটা পাওয়া যাবে।

Advertisement