scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Train Cancellation List : কুয়াশার কারণে ৩ মাস দেশ জুড়ে বাতিল প্রচুর ট্রেন, বাংলার কোনগুলি?

প্রতীকী ছবি
  • 1/8

শীতকাল এসে গিয়েছে। আর শীতকালে আবহাওয়ার কারণে অনেক সময়ই ট্রেন বাতিল করা হয়। কখনও বা ট্রেন খুব বিলম্বেও চলে। 

প্রতীকী ছবি
  • 2/8

এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে ৩ মাসের জন্য বেশকিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি বেশকিছু ট্রেন চালানোর ক্ষেত্রেও আনা হচ্ছে পরিবর্তন।

প্রতীকী ছবি
  • 3/8

এই বিষয়ে পূর্ব মধ্য রেলের সিপিআরও বীরেন্দ্র কুমার জানান, কুয়াশার কারণে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু ট্রেন পুরোপুরি বাতিল করা হচ্ছে। পাশাপাশি আংশিকভাবেও বাতিল করা হচ্ছে কিছু ট্রেন। এছাড়া কয়েকটি ট্রেনের আবার পরিষেবার দিনের সংখ্যাও কমানো হচ্ছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

উল্লেখ্য এগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি ট্রেন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই ট্রেনগুলি কী কী (Train Cancelled List )। 

প্রতীকী ছবি
  • 5/8

পুরোপুরি বাতিল
২২১৯৮ বীরঙ্গনা লক্ষ্মীবাই (ঝাঁসি) - কলকাতা এক্সপ্রেস - ০২.১২.২২ থেকে ২৪.০২.২৩ পর্যন্ত বাতিল থাকছে
২২১৯৭ কলকাতা - বীরাঙ্গনা লক্ষ্মীবাই (ঝাঁসি) এক্সপ্রেস - ০৪.১২.২২ থেকে ২৬.০২.২৩ পর্যন্ত বাতিল থাকছে

প্রতীকী ছবি
  • 6/8

আংশিক বাতিল
১২১৭৭ হাওড়া - মথুরা জং এক্সপ্রেস - ০২.১২.২২ থেকে ২৪.০২.২৩ পর্যন্ত আগরা ক্যান্ট ও মথুরা জং-এর মধ্যে চলাচল করবে
১২১৭৮ মথুরা জং - হাওড়া এক্সপ্রেস - ০৫.১২.২২ থেকে ২৭.০২.২৩ পর্যন্ত মথুরা জং থেকে আগরা ক্যান্ট-এর মাঝে চলাচল করবে

প্রতীকী ছবি
  • 7/8

১২৩১৯ কলকাতা - আগরা ক্যান্ট এক্সপ্রেস ০৭.১২.২২ থেকে ২২.০২.২৩ পর্যন্ত মথুরা জং থেকে আগরা ক্যান্ট-এর মাঝে চলাচল করবে
১২৩২০ আগরা ক্যান্ট - কলকাতা এক্সপ্রেস ০৮.১২.২২ থেকে ২৩.০২.২৩ পর্যন্ত আগরা ক্যান্ট ও মথুরা জং-এর মধ্যে চলাচল করবে

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

প্রসঙ্গত, শীতকালে প্রচুর মানুষ বেড়াতে যান। তাছাড়া বিভিন্ন কাজেও প্রচুর মানুষকে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে ৩ মাস ব্যাপী এই ট্রেনগুলি পুরোপুরি বা আংশিক বাতিল থাকার কারণে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে রেখেছেন তাঁদের যাত্রারই বা কী হবে সেই নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। 

Advertisement