scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 1/9

বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পেতে চলেছে বাংলার ১৪টি জেলার মহকুমা হাসপাতালগুলি! আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন) আজ ঘোষণা করল যে, তারা পশ্চিমবঙ্গের আধা-শহর ও শহর এলাকার গুরুতর অসুখের চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে সাহায্য করতে ৩০০-র বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করছে।

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 2/9

রাজ্যের ১৪টি জেলার মহকুমা হাসপাতালগুলি বিনামূল্যে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পাবে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগণা।

 

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 3/9

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষের চিকিৎসায়, গুরুতর স্বাস্থ্যসমস্যায় অক্সিজেন জোগানোর উদ্দেশ্যে এই দানের সিদ্ধান্ত নিয়েছে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)।

 

—প্রতীকী ছবি।

Advertisement
Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 4/9

আইসিআইসিআই ফাউন্ডেশন ২০২১-২২-এ হিমালয়ের দুর্গম অঞ্চলে এবং দেশের প্রত্যন্ত আদিবাসী এলাকার হাসপাতালগুলোতে ১৮০০ অক্সিজেন কনসেন্ট্রেটর দান করার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে দান সেই উদ্যোগেরই অঙ্গ।

 

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 5/9

আইসিআইসিআই ফাউন্ডেশন ১৭টা রাজ্যের ১৭৫টা জেলার ৭০০-র বেশি মহকুমার হাসপাতালে এই কনসেন্ট্রেটরগুলো বিনামূল্যে দিচ্ছে। দেশের পার্বত্য দুর্গম অঞ্চলে, প্রত্যন্ত আদিবাসী এলাকাগুলোতে ১৮০০ অক্সিজেন কনসেন্ট্রেটর দান করাও এই উদ্যোগেরই অঙ্গ।

 

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 6/9

আইসিআইসিআই ফাউন্ডেশন বিপিএল মেডিকাল টেকনোলজিস আর ফিলিপস ইন্ডিয়ার কাছ থেকে এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো নিয়েছে। এই কোম্পানিগুলোর সারা দেশে বিস্তৃত পরিষেবা নেটওয়ার্ক রয়েছে। ফলে যখন প্রয়োজন তখনই এই যন্ত্রগুলোর দক্ষ রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এছাড়া ফাউন্ডেশন একটা পাওয়ার ব্যাক আপ সিস্টেমও দিচ্ছে, যাতে পাওয়ার ব্রেকডাউন হলেও কনসেন্ট্রেটরগুলো ফিল্টার করে অবিরাম মেডিকাল গ্রেড অক্সিজেন উৎপাদন করতে পারে।

 

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 7/9

অক্সিজেন কনসেন্ট্রেটরগুলোর ইনস্টলেশন ও সার্ভিসিং-এর বিশেষ স্কিল ট্রেনিং মডিউল যৌথভাবে তৈরি করার জন্য আইসিআইসিআই ফাউন্ডেশন বিপিএল মেডিকাল টেকনোলজিসের সাথে এক মেমোর্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং-ও স্বাক্ষর করেছে।

 

—প্রতীকী ছবি।

Advertisement
Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 8/9

এই মডিউল আইসিআইসিআই অ্যাকাডেমি ফল স্কিলসের পাঠক্রমের অন্তর্ভুক্ত হবে। এই অ্যাকাডেমি আইসিআইসিআই ফাউন্ডেশনের এক শাখা, যা পিছিয়ে পড়া শ্রেণির যুবক-যুবতীদের নিখরচায় বৃত্তিমূলক শিক্ষা দিয়ে থাকে।

 

—প্রতীকী ছবি।

Free Oxygen Concentrator: বেসরকারি উদ্যোগে ৩০০-র বেশি Oxygen Concentrator পাচ্ছে বাংলা!
  • 9/9

দেশে অতিমারী শুরু হওয়ার সময় থেকেই আইসিআইসিআই গ্রুপ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৫১টি জেলায় ত্রাণের কাজ শুরু করেছে। দেশকে অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য এই গ্রুপ ইতিমধ্যেই ২০০ কোটি টাকা খরচ করেছে।

 

—প্রতীকী ছবি।

Advertisement