Advertisement
ইউটিলিটি

India New Zealand T20 Match at Eden Gardens : খেলা দেখে ফেরার জন্য রাতে বিশেষ বাস-ট্রেন-মেট্রো

  • 1/15

India New Zealand T20 Match at Eden Gardens: সিরিজ জেতা তো আগেই হয়ে গিয়েছি। বলা যেতে পারে এটা কেবল নিয়ম রক্ষার ম্যাচ। এখন দেখার সেটা ৩-০ হয়, না ২-১। কথা হচ্ছে ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। রবিবার কলকাতায় রয়েছে ম্যাচ। 

  • 2/15

এটি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ইডেনে খেলা হবে ভারত এবং নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ (India New Zealand T20 Match at Eden Gardens)। 

  • 3/15

খেলা দেখার পরে দর্শকেরা যাতে নিশ্চিন্তে নিজেদের বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্পেশাল বাস চালানো হবে।

Advertisement
  • 4/15

তেমনই রেল সিদ্ধান্ত নিয়েছে বিশেষ মেট্রো এবং লোকাল ট্রেন চালানো হবে। মনে করা হচ্ছে এর ফলে ক্রীড়াপ্রেমীদের বাড়ি ফিরতে সুবিধা হবে।

  • 5/15

এই ম্যাচের কথা ভেবেই নাইট কার্ফু শিথিল করা হয়েছে। রাজ্য সরকার রবিবার রাতে দু'ঘণ্টা শিথিল করে দিয়েছে নাইট কার্ফু।

  • 6/15

রাজ্য পরিববণ নিগম বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসপ্ল্যানেড বাস ডিপো থেকে নাইট সার্ভিস সহ মোট ৩টি বিশেষ বাস চালানো হবে জানিয়েছে তারা। কলকাতা ও আশপাশের এলাকায় বিভিন্ন রুটে চালানো হবে বাস। 

  • 7/15

খেলা দেখার পরে বাড়ি যেতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে ।এবং এই জন্য চারজন নোডাল অফিসারকেও এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড রাখা হচ্ছে। এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ নিয়ম। 

Advertisement
  • 8/15

বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শিয়ালদা এবং হাওড়ায়। পূর্ব রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন একজোড়া করে স্পেশাল ইএমইউ ট্রেন চালাবে।

  • 9/15

প্রিন্সেপ ঘাট-বারাসাত স্পেশাল রাত এগারোটায় প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে। অন্যদিকে বি-বা-দী বাগ-বারুইপুর স্পেশাল রাত ১০-৫০ মিনিটে বি-বা-দী বাগ থেকে ছাড়বে।

  • 10/15

হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া ডানকুনি) এবং হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) লোকাল ট্রেন দু'টি হাওড়া থেকে ছাড়বে রাত সাড়ে বারোটায়। এই ট্রেন দু'টি সব স্টেশনেই থামব বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। 

  • 11/15

একই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলও। তারা একজোড়া বিশেষ ট্রেন চালাবে। তবে কোনও টোকেন ইস্যু করা হবে না।

Advertisement
  • 12/15

যাঁরা মেট্রো করে বাড়ি ফিরতে চান, তাঁদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।

  • 13/15

শুধুমাত্র এসপ্ল্যানেডে স্টেশন থেকে ওঠা যাবে। আর সব জায়গায় থামলেও অন্য কোন স্টেশন থেকে ওঠা যাবে না।

  • 14/15

রাত সাড়ে দশটার সময় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন ছাড়বে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ গ্রামে আরও একটি ট্রেন ছাড়বে। 

  • 15/15

প্রায় দু'বছর বাদেই ইডেনে ম্যাচ হচ্ছে। আর তা নিয়ে ফুটছে কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মলম পড়ছে নিউ জিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতে।

Advertisement