scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 1/10

আপনি কি মাধ্যমিক পাশ, সাইকেল চালাতে পারেন? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে মোটা বেতনের ভারতীয় ডাক বিভাগে (India Post) সরকারি চাকরির সুবর্ণ সুযোগ!

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 2/10

প্রচুর শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। মাধ্যমিক পাশ আর সাইকেল চালাতে জানলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 3/10

মোট ৪,৩৬৮টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)।

Advertisement
India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 4/10

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় অঙ্ক, স্থানীয় ভাষা ও ইংরাজিতে পাশ নম্বর থাকতেই হবে।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 5/10

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার সরকার স্বীকৃত যে কোনও শিক্ষাকেন্দ্র থেকে অন্তত ৬০ দিনের কম্পিউটারের বেসিক প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা জরুরি। এর পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালাতে জানলেও আবেদন করা যাবে।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 6/10

আবেদনকারীর বয়স ২৭ এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 7/10

যোগদানের সময় গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদের মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা পর্যন্ত। বেতন পরে বাড়বে। গ্রেড পে কত তা এখনও জানানো হয়নি।

Advertisement
India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 8/10

ভারতীয় ডাক বিভাগে (India Post) চলা এই নিয়োগ প্রক্রিয়ায় বিহার সার্কেলে ১,৯৪০টি এবং মহারাষ্ট্র সার্কেলে ২,৪২৮টি শূন্যপদে নিয়োগ হবে।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 9/10

ইচ্ছুক প্রার্থীরা https://indiapostgdsonline.in লিঙ্কে গিয়ে ২৬ মে পর্যন্ত গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদের জন্য আবেদন জানাতে পারবেন।

India Post Recruitment 2021: ৪,৩৬৮ শূন্যপদ, দশম শ্রেণি পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ!
  • 10/10

আবেদন জানানো সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রশন স্লিপ পাবেন। এই নিয়োগ সম্পর্কে আরও জানতে এই https://indiapostgdsonline.in লিঙ্কে ক্লিক করুন।

Advertisement