scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী! আবেদন করুন আজই

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 1/8

ডিমাপুরে Rally-র মাধ্যমে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ ভেট পদে বেশ কিছু অবিবাহিত তরুণকে নিয়োগ করছে ভারতীয় সেনা। নাগাল্যান্ডের ডিমাপুরে Rally হবে ১০ থেকে ২০ মার্চ। Rally-র জন্য অনলাইন রেজিস্ট্রশন করতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে। Rally-র অ্যাডমিট কার্ড, রেজিস্টার্ড ই-মেল আইডি-তে পাঠানো হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। প্রার্থীদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত তারিখ ও সময়ে Rally-তে উপস্থিত হতে হবে।

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 2/8

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরিজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি এবং ইংরিজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা মোট অন্তত ৫০ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেলে এই Rally-তে যোগদান করতে পারবেন।

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 3/8

আবেদনকারীর বয়স সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর উচ্চতা অন্তত ১৫৭ সেন্টিমিটার এবং ওজন তাঁর বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই হওয়া চাই। বুকের ছাতির মাপ ৭৭ সেন্টিমিটার এবং তা ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। নেপালি বা ভারতীয় গোর্খাদের উচ্চতা অন্তত ১৫৭ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৭৭ সেন্টিমিটার এবং ওজন অন্তত ৪৮ কেজি হতে হবে। স্বীকৃত জাতি-উপজাতিদের উচ্চতা অন্তত ১৬৭ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৭৭ সেন্টিমিটার এবং ওজন অন্তত ৪৮ কেজি হওয়া চাই।

Advertisement
প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 4/8

উচ্চতা, ছাতির মাপ এবং ওজনের ক্ষেত্রে সেনায় কর্মরত/ প্রাক্তন সেনাকর্মী/ শহিদ সেনাকর্মীর স্ত্রী/ শহিদ সেনাকর্মীর স্ত্রীর ছেলেরা এবং শহিদ সেনাকর্মীর স্ত্রীর (যদি নিজের কোনও ছেলে না থাকে) দত্তক নেওয়া ছেলে/ সন-ইন-ল যথাক্রমে ২ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার এবং ওজনে ২ কেজি পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া, মেধাবী খেলোয়াড়রাও উচ্চতা, ছাতির মাপ এবং ওজনের ক্ষেত্রে যথাক্রমে ২ সেন্টিমিটার, ৩ সেন্টিমিটার ও ৫ কেজি ছাড় পর্যন্ত পাবেন।

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 5/8

Rally-তে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১.৬ কিলোমিটার দৌড়। ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে হলে গ্রুপ-ওয়ান এবং ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডর মধ্য গ্রুপ-টু। যোগ্যতা অর্জনের জন্য সর্বাধিক ১০টি পুল আপ (বিম), ৯ ফুট খানা পার হওয়া এবং জিগ-জাগ ব্যালান্স-এ সফল হতে হবে।

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 6/8

পাহাড়ী এলাকায় ১.৬ কিমি দৌড়ের ক্ষেত্রে উচ্চতার ভিত্তিতে অতিরিক্ত সময় পাওয়া যাবে। সোলজার টেকনিক্যাল এবং সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যাল অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রার্থীরা কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষায় কোয়ালিফাই করলেই হবে। Rally-তে প্রথমে শারীরিক মাপজোক এবং পরে ডাক্তারি পরীক্ষা করা হবে। ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীরা নির্ধারিত কেন্দ্রে লিখিত পরীক্ষায় (কমন এন্ট্রান্স এক্সাম (CCE)-এ বসতে পারবেন। Rally-তে ফিট প্রার্থীদের Rally-র কেন্দ্রেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফল পাবেন এই www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে।

প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 7/8

Rally-তে প্রার্থীদের এই www.joinindianarmy.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, ২০ কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রমাণপত্রের মূলগুলি, জন্মের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

Advertisement
প্রচুর শূন্যপদে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী!
  • 8/8

২১ বছরের কমবয়সী প্রার্থীদের ক্ষেত্রে গত ৬ মাসের মধ্যে নেওয়া আনম্যারেড সার্টিফিকেট, সেনায় কর্মরত/ প্রাক্তন সেনাকর্মী/ শহিদ সেনাকর্মীর স্ত্রী/ শহিদ সেনাকর্মীর স্ত্রীর ছেলেরা এবং শহিদ সেনাকর্মীর স্ত্রীর (যদি নিজের কোনও ছেলে না থাকে) দত্তক নেওয়া ছেলে— এমন প্রার্থীদের ক্ষেত্রে রিলেশনশপ সার্টিফিকেট, NCC, NCC A/ B/ C সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, রিপাবলিক ডে প্যারেড সার্টিফিকেট, প্রত্যয়িত অ্যাফিডেভিট (১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে), সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট (বাধ্যতামূলক), PAN কার্ড এবং Aadhaar কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়া, প্রত্যেক প্রার্থীকে নিজের জন্য যথেষ্ট পরিমাণে খাবার এবং পানীয় জল সঙ্গে রাখতে হবে। যাবতীয় করোনা বিধি ও সাবধানতা অবলম্বন করতে হবে।

Advertisement