scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশেই মহিলাদের ভারতীয় সেনায় যোগদানের সুযোগ, বেতন ২৫,০০০ টাকা!

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 1/9

দশম শ্রেণি পাশের শিক্ষাগত যোগ্যতায় প্রচুর মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। সেনাবাহিনীর পুলিশ বিভাগে এই নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 2/9

মোট ১০০টি শূন্যপদে ওমেন মিলিটারি পুলিশ (Soldier General Duty) নিয়োগ করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। এই পদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক গঠন, উচ্চতা, বয়সসীমা, বেতন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 3/9

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় ৪৫ শতাংশের বেশি গড় নম্বর এবং প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর-সহ উর্ত্তীর্ণরা ওমেন মিলিটারি পুলিশ পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement
Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 4/9

শারীরিক গঠন: উল্লেখিত ওমেন মিলিটারি পুলিশ পদের জন্য আবেদনকারীদের উচ্চতা ১৫২ সেন্টিমিটার বা তার বেশি হতে হবে। এর সঙ্গে ওজন ও অন্যান্য শারীরিক মাপজোকও নেওয়া হবে।

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 5/9

মাসিক বেতন: ওমেন মিলিটারি পুলিশ পদের মাসিক বেতন ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। সঙ্গে ওন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 6/9

আবেদনকারীর বয়সসীমা: ওমেন মিলিটারি পুলিশ পদের আবেদনকারীর জন্ম ১ অক্টোবর ২০০২ থেকে ১ এপ্রিল ২০০৪-এর মধ্যে হতে হবে।

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 7/9

নিয়োগের পদ্ধতি: মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় ও নিয়োগের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শারীরিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

Advertisement
Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 8/9

জব্বলপুর, অম্বালা, লখনউ, পুণে ও শিলংয়ে এই নিয়োগের ব়্যালি হতে পারে। ব়্যালির স্থান প্রাথমিক পর্বের বাছাইয়ের পর জানিয়ে দেওয়া হবে।

Indian Army Women Recruitment 2021: মাধ্যমিক পাশ মহিলারাও এবার ভারতীয় সেনায়, বেতন ২৫,০০০ টাকা!
  • 9/9

আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের ভারতীয় সেনার (Indian Army) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে  (https://joinindianarmy.nic.in) আগামী ২০ জুলাই, ২০২১-এর মধ্যে আবেদন জানাতে হবে। আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Advertisement