scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Indian Railway: কখনও মিস হবে না! IRCTC-তে এভাবে কাটুন তৎকাল টিকিট

অনেককেই
  • 1/10

রেলে তৎকাল টিকিট কাটতে গিয়ে ঝামেলা পোহাতে হয় অনেককেই। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দিতে হয়। তারপরেও তৎকাল টিকিট পাবেন কিনা, সেই বিষয়ে নিশ্চয়তা নেই। (সব ছবি প্রতীকী)
 

রিজার্ভেশন
  • 2/10

তৎকাল রিজার্ভেশন এসি কোচের জন্য সকাল ১০টা থেকে শুরু হয়। একই সময়ে, নন-এসি কোচের জন্য বুকিং শুরু হয় সকাল ১১টায়। কিন্তু তৎকাল রিজার্ভেশন পাওয়া এত সহজ নয়।

একসঙ্গে
  • 3/10

একটি ছোট আসনের জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে চেষ্টা করে। অনেক সময় আপনি টিকিটের জন্য বিবরণ লিখছেন, দেখা গেল তখনই টিকিট শেষ হয়ে যায়।

Advertisement
বিষয়
  • 4/10

এটা তো গেল অফলাইনের কথা। অনলাইনেও একই বিষয় রয়েছে। তৎকাল টিকিট কাটার সময় যাত্রীর বিবরণ সহ ক্যাপচা কোড লিখে হয়। ফলে সময় অনেক চলে যায়।

টিকিট
  • 5/10

এই অবস্থায় সহজ একটি পদক্ষেপ রয়েছে। যাতে সহজ ভাবেই সকলে তৎকাল টিকিট বুক করতে পারবেন অতি অল্প সময়ে। 
 

তাৎক্ষণিক
  • 6/10

আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ তাৎক্ষণিক টিকিট বুক করা অনেক সহজ। এর জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

পরিচিতদের
  • 7/10

আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে অনেকেই নিজের এবং তাঁর পরিচিতদের বিবরণ আগে থেকেই লিপিবদ্ধ করে রাখেন। টিকিট বুকিংয়ের সময়ে এতেই সুবিধা হয়। 

Advertisement
চাওয়া
  • 8/10

আপনি তৎকাল টিকিট বুকিংয়ের সময়ে ট্রেন এবং ক্লাস নির্বাচন করুন। এরপরে যখন যাত্রীর বিবরণ চাওয়া হবে, তখন ed Existing-এ ক্লিক করুন। 
 

করতে
  • 9/10

এখানে সংরক্ষিত যাত্রীর প্রোফাইল আপনার সামনে উপস্থিত হবে। আপনি যাঁদের জন্য টিকিট বুক করতে চান তাঁদের নির্বাচন করুন।
 

পেমেন্ট
  • 10/10

এর পরে আপনাকে ঠিকানা দিতে হবে এবং পেমেন্ট মোডে যেতে হবে। সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI-এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করুন। আপনার টিকিট বুক হয়ে যাবে।
 

Advertisement