scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 1/8

বৃহস্পতিবার থেকে সারা দেশে Postal Payment Bank-এ সুদের হার কমে ২.৫ শতাংশ হচ্ছে। অর্থাৎ, এক লক্ষ টাকা পর্যন্ত আমানত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ২.৫ শতাংশ হারে সুদ পাবেন।

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 2/8

এ দিকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা ৪ শতাংশ হারেই সুদ পাবেন। ডাক বিভাগের দু’ধরনের সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে তারতম্য হওয়ার ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 3/8

ভারতীয় ডাক বিভাগের IPPB ব্যাঙ্কের তরফে ২৮ জুন বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, অ্যাসেট লায়াবিলিটি কমিটির নীতি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে পরিবর্তন করা হচ্ছে।

Advertisement
Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 4/8

এর আগে পর্যন্ত Postal Payment Bank-এ ২.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত। ২০২০ সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত Postal Payment Bank-এর সেভিংস অ্যাকাউন্টেও ৪ শতাংশ হারেই সুদ পাওয়া যেত।

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 5/8

ভারতীয় ডাক বিভাগের IPPB ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষের বেশি টাকা থাকলে আগের মতো ২.৭৫ শতাংশ হারেই সুদ পাওয়া যাবে।

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 6/8

Postal Payment Bank কর্তৃপক্ষ জানিয়েছে, কারও সেভিংস অ্যাকাউন্টে যদি ২ লক্ষ টাকা থাকে, সে ক্ষেত্রে ওই গ্রাহক ১ লক্ষ টাকার উপর ২.৫ শতাংশ হারে সুদ পাবেন আর বাকি ১ লক্ষ টাকার উপর ২.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 7/8

২০১৮ সালে মূলত গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে ডিজিটাল ব্যাঙ্কিং ও পেপারলেস ব্যাঙ্কিংয়ের অভিজ্ঞতা দিতে Postal Payment Bank-এর পরিষেবা চালু করা হয়েছিল।

Advertisement
Postal Payment Bank: দরিদ্রের সঞ্চয়ে টান, পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে সুদের হার কমে ২.৫%!
  • 8/8

বর্তমানে দেশজুড়ে ৩ কোটির বেশি গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। বিগত ৩ বছরে ধাপে ধাপে Postal Payment Bank-এর সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ১.৫ শতাংশ কমানো হল। ফলে দেশের নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের সঞ্চয়ে টান পড়ল।

Advertisement