বৃহস্পতিবার থেকে সারা দেশে Postal Payment Bank-এ সুদের হার কমে ২.৫ শতাংশ হচ্ছে। অর্থাৎ, এক লক্ষ টাকা পর্যন্ত আমানত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ২.৫ শতাংশ হারে সুদ পাবেন।
এ দিকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা ৪ শতাংশ হারেই সুদ পাবেন। ডাক বিভাগের দু’ধরনের সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে তারতম্য হওয়ার ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ভারতীয় ডাক বিভাগের IPPB ব্যাঙ্কের তরফে ২৮ জুন বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, অ্যাসেট লায়াবিলিটি কমিটির নীতি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে পরিবর্তন করা হচ্ছে।
এর আগে পর্যন্ত Postal Payment Bank-এ ২.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত। ২০২০ সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত Postal Payment Bank-এর সেভিংস অ্যাকাউন্টেও ৪ শতাংশ হারেই সুদ পাওয়া যেত।
ভারতীয় ডাক বিভাগের IPPB ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষের বেশি টাকা থাকলে আগের মতো ২.৭৫ শতাংশ হারেই সুদ পাওয়া যাবে।
Postal Payment Bank কর্তৃপক্ষ জানিয়েছে, কারও সেভিংস অ্যাকাউন্টে যদি ২ লক্ষ টাকা থাকে, সে ক্ষেত্রে ওই গ্রাহক ১ লক্ষ টাকার উপর ২.৫ শতাংশ হারে সুদ পাবেন আর বাকি ১ লক্ষ টাকার উপর ২.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।
২০১৮ সালে মূলত গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে ডিজিটাল ব্যাঙ্কিং ও পেপারলেস ব্যাঙ্কিংয়ের অভিজ্ঞতা দিতে Postal Payment Bank-এর পরিষেবা চালু করা হয়েছিল।