Advertisement
ইউটিলিটি

IRCTC Tatkal Ticket Booking Rule: ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, জানেন তো? স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া রইল

তত্‍কাল টিকিট কাটলে আধার মাস্ট
  • 1/10

তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি ঠেকাতে বড় পদক্ষেপ নিল IRCTC। এবার থেকে তৎকাল টিকিট কাটতে বাধ্যতামূলক হচ্ছে আধার যাচাই। ২০২৫ সালের ৩ জুন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। 
 

ই-আধার দিয়ে যাত্রীদের পরিচয় যাচাই
  • 2/10

নতুন নিয়মে ই-আধার দিয়ে যাত্রীদের পরিচয় যাচাই হবে UIDAI-এর তথ্যভাণ্ডারের মাধ্যমে। এর ফলে টিকিট পাবেন শুধুমাত্র প্রকৃত যাত্রীরা, কমবে জাল বুকিংয়ের সম্ভাবনা।
 

আধার যাচাই কীভাবে কাজ করবে?
  • 3/10

বুকিংয়ের সময় যাত্রীদের আধার নম্বরের সঙ্গে নাম, বয়স, লিঙ্গ, এবং বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক তথ্য জমা দিতে হবে। এগুলো UIDAI-এর সার্ভারে যাচাই হবে। এটি নিশ্চিত করবে যে একটি টিকিট প্রকৃত যাত্রীর কাছেই যাচ্ছে।
 

Advertisement
আধার নম্বর ব্যবহার করে কীভাবে তত্‍কাল টিকিট কাটবেন?
  • 4/10

তৎকাল টিকিট বুক করতে হলে নীচের ধাপগুলি অনুসরণ করুন:

ধাপ ১: IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

ধাপ ২: গন্তব্য ও যাত্রার তারিখ দিন এবং আপনার পছন্দের ট্রেন শ্রেণি বেছে নিন।

ধাপ ৩: কোটার ড্রপডাউন থেকে ‘তৎকাল’ অপশনটি নির্বাচন করুন।

ধাপ ৪: তালিকাভুক্ত ট্রেন থেকে নিজের পছন্দের ট্রেন ও ক্লাস নির্বাচন করুন।

ধাপ ৫: ‘Book Now’ বোতামে ক্লিক করে বুকিং প্রক্রিয়া শুরু করুন।
 

আধার নম্বর ব্যবহার করে কীভাবে তত্‍কাল টিকিট কাটবেন?
  • 5/10

ধাপ ৬: যাত্রীদের নাম (সর্বোচ্চ ১৬ অক্ষর), বয়স, লিঙ্গ, সিট পছন্দ, খাবারের পছন্দ লিখুন।

ধাপ ৭: মোবাইল নম্বর দিন ও ক্যাপচা পূরণ করুন।

ধাপ ৮: সব তথ্য যাচাই করে ‘Continue’ বোতামে ক্লিক করুন।

ধাপ ৯: আপনার টিকিটের মোট ভাড়া (GST ও কনভিনিয়েন্স ফি-সহ) দেখা যাবে।

ধাপ ১০: পেমেন্ট অপশন বেছে নিন—নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, IRCTC ওয়ালেট, UPI, Paytm বা Amazon Pay।

ধাপ ১১: ‘Pay & Book’ ক্লিক করলে আপনি ব্যাঙ্কের পেমেন্ট পেজে চলে যাবেন।

পেমেন্ট সম্পূর্ণ হলে, মোবাইলে বুকিং কনফার্মেশন (VRM) SMS-এর মাধ্যমে চলে আসবে।

তৎকাল বুকিং কখন খোলে?
  • 6/10

AC ক্লাসের জন্য: যাত্রার আগের দিন সকাল ১০টা থেকে। Non-AC ক্লাসের জন্য: যাত্রার আগের দিন সকাল ১১টা থেকে

তৎকাল টিকিটের মূল্য কত?
  • 7/10

তৎকাল চার্জ সাধারণ টিকিট ভাড়ার সঙ্গে যুক্ত হয়। দ্বিতীয় শ্রেণিতে ১০% এবং অন্যান্য শ্রেণিতে ৩০% হারে চার্জ নেওয়া হয়। উদাহরণস্বরূপ: AC 3 Tier: ৩০০ থেকে ৪০০ টাকা। এগজিকিউটিভ ক্লাস: ৪০০ টাকা থেকে ৫০০ টাকা।
 

Advertisement
টিকিট বাতিল এবং রিফান্ড নীতি
  • 8/10

কনফার্ম তৎকাল ই-টিকিট বাতিল করা গেলেও রিফান্ড পাওয়া যায় না। RAC বা ওয়েটলিস্টেড টিকিট বাতিলে সাধারণ রেলের নিয়ম অনুযায়ী রিফান্ড দেওয়া হয়।
 

কেন এই পরিবর্তন?
  • 9/10

MakeMyTrip, Ixigo-র মতো প্রতিযোগী সংস্থাগুলি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পরিষেবা দিচ্ছে। তাদের সঙ্গে টেক্কা দিতেই IRCTC তৎকাল ব্যবস্থায় আধার যাচাই চালু করেছে। এর ফলে পরিষেবার গুণমান যেমন বাড়বে, তেমনই যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে। 
 

কেন এই পরিবর্তন?
  • 10/10

এই পদক্ষেপ IRCTC-র টিকিটিং সিস্টেমকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলবে। তৎকাল পরিষেবা থাকবে সবার নাগালের মধ্যেই—দ্রুত, কার্যকর ও স্বচ্ছ।

Advertisement