ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই সমাপ্ত হচ্ছে। অর্থাৎ আজ রবিবার শেষ দিন যদি আপনি ট্যাক্স এর আওতায় আসেন তাহলে এখনই ইনকাম ট্যাক্স আইটিআর ফাইল (ITR Filing Deadline Extension) যদি না করে থাকেন, তাহলে এই কাজের জন্য দ্রুত কাজ শেষ সেরে নিন।
যদি নির্ধারিত তারিখের পরে আপনি আইডি কার্ড ফাইল করেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে। এ কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লাগাতার ট্যাক্সপেয়ারদের সময় থাকতে আইডিয়ার ফাইন্ড করতে বলছে।
লোকেদের আশা যে প্রত্যেকবারই সরকার ডেডলাইন বাড়াবে। এ কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইন এ তরফে বড় তথ্য সরবরাহ করা হয়েছে।
৩১ জুলাই পর্যন্ত প্রায় সাত কোটি আইটিআর ফাইল হওয়ার কথা। সে কারণে কিন্তু ২৮ জুলাই পর্যন্ত পাঁচ কোটি পর্যন্ত পৌঁছয়নি। ফলে শেষ দুই দিনে রিটার্ন পাইলিং পোর্টাল (ITR Filing Portal) এর লোড বাড়তে পারে এবং সিস্টেম স্লো হতে পারে।
টাইমে আইডিয়ার ফাইল করতে কিছু লাভ আছে। যদি আপনার রিফান্ড আছে (Income Tax Refund) তাহলে যত তাড়াতাড়ি আপনি ট্যাক্স ফাইল করবেন তত তাড়াতাড়ি রিফান্ড আসবে।
ইনকাম ট্যাক্স ইন্ডিয়া টুইট করে জানানো হয়েছে। ২৮ জুলাই ২০২২ পর্যন্ত ৪ কোটি ৯ লক্ষ এর বেশি লোক আইটিআর ফাইল করে ফেলেছেন।
২৮ জুলাই ৩৬ লাখের আইটিআর ফাইল হয়েছে। অ্যাসেসমেন্ট ২০২২৩ এর জন্য ৩১ জুলাই ২০২২ রাখা হয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত আইটিআই ফাইন্ড করুন।
কত টাকা লাগবে জরিমানা? ইনকাম ট্যাক্স ইন্ডিয়া নিজের টুইটে পরিষ্কার করে দিয়েছে ৩১ জুলাই পর্যন্ত ট্যাক্স জমা দিতে হবে এবং তার পরে করতে গেলে লেট ফাইন দিতে হবে। অর্থাৎ যে অগাস্টে আইটিআর ফাইল করার পর ফাইন ভরতে হবে।
টাইমে রিটার্ন ফাইল করে আপনি থেকে বাঁচতে পারেন মোটা টাকা জরিমানা থেকে। ডেডলাইনের পরে আইটিআর ফাইল করার পর জরিমানা দিতে হবে। ৫ লাখ পর্যন্ত ১ হাজার টাকা। ৫ লাখের বেশি হলে ৫ হাজার টাকা হবে। এই রাশি দশ হাজার টাকা পর্যন্ত যেতে পারে।
নিজের ফাইল করুন আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal এতে ঢুকে পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর সাহায্যে লগইন করতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য আপনাকে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইনভেস্টমেন্ট ডিটেলস এবং ফর্ম সিক্সটিন বা ফ্রন্ট ২৬ এএস ভরতে হবে।