scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Chandannagar Jagadhatri Puja 2022 Route Map : চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন? রইল পুরো গাইড ম্যাপ

ফাইল ছবি
  • 1/9

শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022)। চন্দননগরে বাড়ছে ভিড়। দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান মেইন শাখায় ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। 

ফাইল ছবি
  • 2/9

একইসঙ্গে তৎপরতা রয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে। দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য গাইড ম্যাপও প্রকাশ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।
 

ফাইল ছবি
  • 3/9

জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখার জন্য চন্দননগরে এই সময় শুধু এলাকাবাসীর নন, বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমান। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/9

তবে অনেক দর্শনার্থীর মনেই প্রশ্ন থাকে, চন্দননগরে ঠাকুর কীভাবে দেখবেন? অর্থাৎ কোন পথ দিয়ে যাবেন, বা কোন দিকে গেলে সহজে দেখা যাবে অনেকগুলি ঠাকুর (Chandannagar Jagadhatri Puja 2022 Route Map)। দর্শনার্থীদের সেই প্রশ্নের উত্তরই রয়েছে এই প্রতিবেদনে। 

প্রতীকী ছবি
  • 5/9

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাধারণত দুপুরের পর থেকে একটা দীর্ঘ সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে যাঁরা ঠাকুর দেখতে আসবেন, তাঁরা যদি সড়ক পথে আসেন, তাহলে হুগলি খাদিনা মোড় হলে জিটি রোড ধরে তালডাঙ্গা মোড় পেড়িয়ে চন্দননগরে ঢুকতে পারেন। 

আরও পড়ুনএই সময় মোটেও ফল খাবেন না? জানুন আয়ুর্বেদ কী বলছে...

প্রতীকী ছবি
  • 6/9

সেক্ষেত্রে জিটি রোড ধরে সোজা এগোলে রাস্তার দু'ধারেই দেখতে পাবেন বেশ কয়েকটি ঠাকুর। তার মধ্যে অন্যতম বোড়োকালী তলা, চাউল পট্টি, লক্ষ্মীগঞ্জ বাজার। 

প্রতীকী ছবি
  • 7/9

আবার যদি তালাডাঙ্গার মোড় হয়ে পালপাড়ার দিকে যান, তাহলে সেখানে পাবেন সন্তানসংঘ, বিদ্যালঙ্কার মতো প্রচুর ঠাকুর। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/9

আবার যদি চন্দননগরে স্টেশন হয়ে ঠাকুর দেখতে আসেন তাহলে ট্রেন থেকে নেমেই পাবেন মা জগদ্ধাত্রীর দর্শন। এছাড়া স্টেশন রোড ধরে জিটি রোডের দিকে এগোলে আরও বেশকিছু ঠাকুর দেখতে পাবেন সহজেই। 

পুলিশের গাইড ম্যাপ
  • 9/9

এক্ষেত্রে পথ চলতে সুবিধার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate ) গাইড ম্যাপটিও অনুসরণ করতে পারেন।

Advertisement