scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ের ক্ষেত্রে পুলিশকেও মানতে হবে এই আইন!

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 1/8

সম্প্রতি বীরভূমের মল্লারপুর থানায় আটক অবস্থায় মৃত্যু হয় এক নাবালকের। ওই ঘটনার জেরে একটি জনস্বার্থ মামলা হলেও কলকাতা হাইকোর্টে এ ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত ভাবে আরও একটি মামলা রুজু করে।

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 2/8

কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন থেকে রাজ্যের সব পুলিসকেই নাবালক অভিযুক্তের ক্ষেত্রে ‘West Bengal Juvenile Justice (Care and Protection of Children) Rules, 2017- অক্ষরে-অক্ষরে মেনে চলতে হবে।

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 3/8

হাইকোর্ট আগেই বলেছিল, শুধুমাত্র সন্দেহের বশে কোনও নাবালককে আটক করা যাবে না। অবশ্যই FIR দায়ের করতে হবে। Juvenile Justice Act-এর এই বিধান রাজ্যের প্রতিটি থানাকে কঠোর ভাবে কার্যকর করতে হবে। এই মর্মেই রাজ্য পুলিসের ডিজি এবং আইজিকে বিজ্ঞপ্তি জারি করতে হবে।

Advertisement
Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 4/8

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের DG অ্যান্ড IG অব পুলিশ ১৪ জানুয়ারি রাজ্য ও রেল পুলিসের সর্বত্র এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 5/8

শুধুমাত্র বীরভূমের মল্লারপুর থানার ঘটনায় নয়, এর আগেও বহুবার পুলিশের বিরুদ্ধে Juvenile Justice Act না মেনে নাবালকদের থানায় আটকে রেখে তাঁদের উপর শারীরিক নিগ্রোহের অভিযোগ উঠেছে। কিন্তু বার বার অভিযোগ ওঠা সত্ত্বেও পুলিসের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি।

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 6/8

এই Juvenile Justice Act সম্পর্কে পুলিস বিভাগে এই বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার। তাই পুলিশের নিচুতলার কর্মীদের এই আইন সম্পর্কে সচেতন করে তুলতে পর্যাপ্ত তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 7/8

হাইকোর্টের Juvenile Justice কমিটির সাহায্যে প্রাসঙ্গিক গাইডলাইন ও অন্যান্য তথ্য নিয়ে পুলিস আধিকারিকদের ক্যাপসুল প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement
Juvenile Justice: নাবালকদের ধরপাকড়ে পুলিশকেও মানতে হবে এই আইন!
  • 8/8

এই ক্যাপসুল প্রশিক্ষণ প্রদানে ওই কমিটির অভিমত অনুযায়ী প্রশিক্ষণদাতাদের যুক্ত করতে বলা হয়েছে। এই প্রশিক্ষণ পর্ব স্বরাষ্ট্র দপ্তরের এডিজির (ট্রেনিং) নিয়ন্ত্রণে সম্পন্ন করতে বলা হয়েছে।

Advertisement