scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে! জেনে নিন সবিস্তারে

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 1/7

করোনা মহামারির কারণে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব বুঝেছেন অনেকেই। তাই এখন হয়তো আর কেউই বিমাকে ‘অপচয়’ বা ‘বাজে খরচ’ বলে মনে করেন না।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 2/7

২০২০-র শেষে Google সার্চে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে বিমা বা ইনসিওরেন্সের খুঁটিনাটি বিষয়ে। এমনই নানা বিপর্যয় থেকে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা বা ইনসিওরেন্সের কথা ভাবছেন প্রায় সকল মা-বাবাই।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 3/7

সন্তানের ভবিষ্যৎ, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে জীবন বিমা নিগমের (LIC India) Money Back Plan-এ টাকা রাখতে পারেন! দেশের সবচেয়ে বিশ্বস্ত বিমা সংস্থাগুলির মধ্যে অন্যতম ভারতীয় জীবন বিমা নিগম (LIC)।

Advertisement
সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 4/7

রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থাটির Children Money Back Plan সন্তানের ভবিষ্যৎ ও তাঁর অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে একেবারে আদর্শ।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 5/7

ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) এই প্ল্যানে ১২ বছর বয়সী শিশুদের বিমা সুরক্ষার আওতায় আনা যেতে পারে। এই বিমা পলিসির মেয়াদকালে বিমাকারীর জীবনের ঝুঁকিও কভার করার সুবিধা রয়েছে।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 6/7

ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) এই প্ল্যানের মেয়াদ বিমা করার পর সন্তানের বয়স ২৫ বছর হওয়া পর্যন্ত। এই প্ল্যানে ন্যূনতম নিশ্চিত অর্থমূল্য (বেসিক) ১ লক্ষ টাকা। তবে এই প্ল্যানের কোনও ঊর্ধ্বসীমা নেই।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা ও সঞ্চয় করুন একই সঙ্গে!
  • 7/7

প্রতি বছর বা প্রতি ৩ মাস / ৬ মাস অন্তর অথবা মাসে মাসে LIC-র Children Money Back Plan প্রিমিয়ামের টাকা দেওয়ার সুবিধে আছে। বছরে বা প্রতি ৬ মাসে প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে ১ মাস এবং তিন মাস বা মাসে মাসে প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে ১৫ দিনের ছাড় পাওয়া যাবে।

Advertisement