আজ বাংলা নববর্ষ। এই উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় আজ কাজের ব্যাস্ততা কিছুটা কম। আর এই জন্য অন্যান্য কাজের দিনের তুলনায় আজ কিছুটা কমবে মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার সারাদিনে অন্যান্য দিনের তুলনায় সবমিলিয়ে মোট ৪৮টা মেট্রো কম চলবে। বাংলা নববর্ষের দিনে অফিস যাত্রীদের সংখ্যা কিছুটা কম হবে আন্দাজ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আজ সারাদিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সবমিলিয়ে মোট ২৩৪টা মেট্রো পাবেন যাত্রীরা।
অন্যান্য ব্যাস্ত দিনগুলোতে সারাদিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সবমিলিয়ে মোট ২৮২টা মেট্রো চলে। বাংলা নববর্ষের দিনে সেখানে ২৩৪টা মেট্রো চলবে।
৪৮টা মেট্রো কম চলায় আজ সময়সূচিতেও আংশিক অপরিবর্তন হচ্ছে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তিন করা হচ্ছে না।
অর্থাৎ, অন্যান্য ব্যাস্ত দিনগুলোর মতো কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টা নাগাদ আর আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।
আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় ট্রেনের সংখ্যা কমাচ্ছে না কলকাতা মেট্রো রেল। ফলে পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। এই রুটে দিনের প্রথম মেট্রো সকাল ৮টায় আর শেষ মেট্রো মিলবে সন্ধ্যা সাড়ে ৭টায়।