দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!
অক্সিজেনের আকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের কালোবাজারি! সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে পারে অক্সিজেন, সেই অক্সিজেনেরই দাম এখন আকাশছোঁয়া!
বাংলাতেও ক্রমশ বাড়ছে অক্সিজেনের চাহিদা। বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। ভবিষ্যতে আরও ভয়বহ হতে চলেছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator) মেশিন কিনছে কলকাতা পুরসভা।
জানা গিয়েছে, রাজ্য সরকারের সহযোগিতায় প্রাথমিক ভাবে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার (Oxygen Concentrator) মেশিন কেনার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার।
সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে যখন তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে, তখন কাজে লাগে এই অক্সিজেন কনসেনট্রেটার (Oxygen Concentrator) যন্ত্র।
সঙ্কটজনক করোনা রোগীর শরীরের প্রয়োজন মতো অক্সিজেন সরবারাহ করতে অক্সিজেন কনসেনট্রেটার (Oxygen Concentrator) যন্ত্রের সাহায্য নেন চিকিৎসকরা। এই যন্ত্র আকারে ছোট। ফলে সহজেই যে কোনও জায়গা নিয়ে যাওয়া যায়।
ছোট আকারের এই অক্সিজেন কনসেনট্রেটার (Oxygen Concentrator) যন্ত্রের এক একটির আনুমানিক দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকা। এরকমই ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার কিনতে চলেছে কলকাতা পুরসভার।
জানা গিয়েছে, মূলত কলকাতা পুরসভার উদ্যোগে গড়ে ওঠা সেফ হোমগুলির জন্যই এই ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার কেনা হচ্ছে। এখানে রাখা করোনা আক্রান্ত্দের অক্সিজেন আকস্মিক প্রয়োজন মেটাতে, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এই অক্সিজেন কনসেনট্রেটারগুলি ব্যবহার করা হবে।