scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Komaki Ranger Launch : দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল বাজারে

Komaki Ranger First Electric Cruiser Bike in India one
  • 1/7

Komaki Ranger Launch: বাইকপ্রেমীদের জন্য খুব ভাল খবর। তাঁদের জন্য বাজারে নতুন একটি বাইক এসেছে। সেটি ক্রুজারের মজা দেবে। তবে তার জন্য ততটা তেল পোড়াতে হবে না। কোমাকি (Komaki) ইলেকট্রিক্যাল ভেহিক্যালস ভারতে এই বাইক এনেছে। যা দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক। তারা এনেছে কোমাকি রেঞ্জার (Komaki Ranger)। এক চার্জেই সেটা চলবে ২০০ কিলোমিটার। এটা এই বাইক (Komaki Ranger)-এর অন্যতম বড় বৈশিষ্ট্য। এতে ৪ হাজার ওয়াটের মোটর রয়েছে। এবং 4kW-র লিথিয়াম আয়ন ব্য়াটারি রয়েছে।

আরও পড়ুন: দুনিয়ায় প্রথম! স্কুল পড়ুয়াদের ব্লাড ডোনার্স ক্লাব, নিউ ব্য়ারাকপুরে

Komaki Ranger First Electric Cruiser Bike in India two
  • 2/7

সংস্থা দাবি করেছে, এই বাইক (Komaki Ranger) দেশের যে কোনও ইলেকট্রিক টু হুইলারের মধ্য়ে সবথেকে বড় ব্য়াটারি দিচ্ছে। বাইক পুরো চার্জ করতে ৫-৬ ঘণ্টা লেগে যাবে।

আরও পড়ুন: 'কেন্দ্রীয় বাহিনীই চাই', কমিশনের ওপর চাপ বাড়িয়ে দাবি শুভেন্দুর

Komaki Ranger First Electric Cruiser Bike in India three
  • 3/7

এই বাইক- (Komaki Ranger)এ রয়েছে ব্লুটুথ (Blue Tooth) কানেক্টিটিভিটি, সাউন্ড সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সর, মোবাইল চার্জার, অ্যান্টি-থেফট লক সিস্টম, ডুয়েল স্টোরেজ বক্স এবং ডুয়েল প্যাসেঞ্জার স্ট্যান্ডের মতো ফিচার। 

আরও পড়ুন: কয়েনের ভাঁড়ার উপচে পড়ছে RBI-র, সামাল দিচ্ছে এই উপায়ে

Advertisement
Komaki Ranger First Electric Cruiser Bike in India four
  • 4/7

এই বাইক বজাজ অ্য়াভেঞ্জার (Bajaj Avenger)-এর মতো স্প্লিট সিট রয়েছে। আর ব্যাক রাইডারের জন্য ব্যাক রেস্টও আছে।

আরও পড়ুন: রাওয়াতের মৃত্যুতে 'উল্লাস', লালবাজারের ধমকে ডিলিট Facebook পোস্ট

Komaki Ranger First Electric Cruiser Bike in India three five
  • 5/7

পাবেন বাইকের আওয়াজের ফিল। ইলেকট্রিক গাড়ি চললে সাইলেন্ট থাকে। তবে এই বাইক (Komaki Ranger)-এ বাইকিংয়ের পুরো ফিল দেওয়ার জন্য সাইলেন্সরের জায়গায় সাউন্ড পাইপ (Sound Pipe) দেওয়া হয়েছে। সেখানে ফ্লেমের মতো লাইট দেখা যাবে। 

আরও পড়ুন: বক্ষ ঢাকা প্রজাপতি দিয়ে! Kate Sharma বলছেন, 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'

Komaki Ranger First Electric Cruiser Bike in India three six
  • 6/7

এই ইলেকট্রিক ক্রুজার বাইক (Komaki Ranger)-এ ইঞ্জিনের জায়গার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে বিসিএস ডবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে এলইডি হেডল্যাম্প এবং টেল লাইট। এর হেডল্যাম্পে ক্রোম ফিনিশ রয়েছে। যা একটা রেট্রো লুক নিয়ে আসে। টেল লাইটে গার্ডও রয়েছে। তিনটে রঙে পাওয়া যায়। গার্নেট রেড, ডিপ ব্লু এবং জেট ব্ল্যাক। এর দাম ১ লক্ষ ৬৮ হাজার টাকা। বাইকের সঙ্গে সব অ্য়াক্সেসরিজ ধরেই এই দাম ঠিক হয়েছে।

 

Komaki Ranger First Electric Cruiser Bike in India three seven
  • 7/7

বিভিন্ন রাজ্যে এই বাইক (Komaki Ranger)-এ ভর্তুকিও দেওয়া হয়। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস (26 January Republic Day)-এর দিন থেকে ডিলারদের কাছ থেকে এটি পাওয়া যাবে। 

Advertisement