scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটি কাটান সমুদ্র পাড়ে

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 1/6

হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন চালু হওয়ার পর থেকেই দিঘায় পর্যটক সংখ্যা বাড়ছিল। সপ্তাহান্তে দিঘায় বেশ পর্যটকদের ভিড় বাড়ছিল। রবিবার থেকে দিঘার লোকাল ট্রেনের পরিষেবা ফের চালু হওয়ায় এক ধাক্কায় অনেকটাই বাড়ল পর্যটকের সংখ্যা।

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 2/6

দিঘা-পাঁশকুড়া, দিঘা-মেচেদা লোকাল ট্রেন চালু হওয়ার চলতি সপ্তাহ থেকে যেমন সমুদ্র পাড়ে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, তেমনই এই পর্যটন কেন্দ্রে যাতায়াতের খরচটাও বেশ কিছুটা কমে গেল।

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 3/6

দিঘা যাতায়াতের খরচ কমার পাশাপাশি এই পর্যটন কেন্দ্রের জন্য গণ পরিবহণের বিকল্পও অনেক বেড়ে গেল সপ্তাহান্তের আমোদপ্রিয় পর্যটকদের কাছে। আরও সস্তায় দিঘায় ছুটি কাটানোর সুযোগে খুশি পর্যটকরা। আর পর্যটকদের আনাগোনা বাড়ায় হাসি ফুটেছে দিঘার হোটেল মালিকদের মুখেও।

Advertisement
Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 4/6

এখন দিঘা স্টেশন থেকে সকাল ছ’টা নাগাদ ছাড়বে দিঘা-পাঁশকুড়া ট্রেন। সকাল ৮টায় মেচেদা থেকে ছাড়বে দিঘার লোকাল ট্রেন, সেখানে পৌঁছাবে বেলা ১১টা ৫ মিনিটে। 

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 5/6

দিঘা-পাঁশকুড়া আর দিঘা-মেচেদার লোকাল ট্রেন চালু হলেও দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেন এখনও চালু হয়নি। কারণ, শনিবারে প্রকাশিত লোকাল ট্রেনের টাইম টেবিলে দিঘা-সাঁতরাগাছি ট্রেনের কোনও উল্লেখ ছিল না।

Local Train To Digha: চালু হল দিঘা যাওয়ার লোকাল ট্রেন! এখন আরও সস্তায় ছুটির মজা
  • 6/6

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের মতে, দিঘার লোকাল ট্রেনের পরিষেবা ফের চালু হওয়ায় সামনের সপ্তাহান্ত থেকে দিঘায় পর্যটক সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে আরও চাঙ্গা হবে হোটেল ব্যবসা ও অন্যান্য পর্যটন নির্ভর ব্যবসা।

Advertisement