Advertisement
ইউটিলিটি

মাঝরাতে হঠাত্‍ আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম! একমাসে এই নিয়ে তিনবার, এখন কত?

  • 1/6

ফেব্রুয়ারি মাসেই হু হু করে বাড়ল রান্নার গ্যাসের দাম। চলতি মাসেই পর পর তিন বার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের।

  • 2/6

এমনিতেই মধ্যবিত্তের জন্য স্বস্তি ছিল না চলতি অর্থবর্ষের বাজেটে। এর উপর ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। যার জেরে বাজারমূল্যও বেড়েছে অনেকটাই। এর মধ্যেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।
 

  • 3/6

১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় সিলিন্ডার পিছু এলপিজি গ্যাসের দাম হল ৮২০ টাকা ৫০ পয়সা। একধাক্কায় রান্নার গ্যাসের দাম এতটা বৃদ্ধি পাওয়ায় নাজেহাল মধ্যবিত্ত।

Advertisement
  • 4/6

বুধবার মাঝরাতে ফের ২৫ টাকা দাম বাড়ল  রান্নার গ্যাসের। এক মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বাড়ল। 

  • 5/6

যদিও দাম বাড়লেও ভর্তুকির অঙ্ক বাড়েনি। তবে কি এবার আদৌ বাড়বে ভর্তুকি, প্রশ্ন তুলছে গ্রাহকেরা। ডিসেম্বর মাসেও দু’দফায় সিলিন্ডারের দাম ১০০ টাকা বেড়েছিল। 

  • 6/6

গত ১৪ ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয় ৭৯৫ টাকা ৫০ পয়সা। ভোটের মুখে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে মূল্যবৃদ্ধির আশঙ্কায় যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।

Advertisement