scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

অনলাইন ক্লাসে পাশে মমতা! ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার

ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার!
  • 1/5

করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। কিন্তু সকল ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার না থাকায় অনলাইন ক্লাসে থাকতে পারছেন না অনেকেই।

ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার!
  • 2/5

এই অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার!
  • 3/5

পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই রাজ্য সরকারের দেওয়া এই ১০,০০০ টাকা পাবে।

Advertisement
ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার!
  • 4/5

টেন্ডার ডেকেও মিলছে না ৯ লক্ষ ৫০ হাজার ট্যাব। তাই ট্যাব হোক বা স্মার্টফোন— অনলাইন ক্লাসের জন্য যে ডিভাইস পছন্দ, তা নিজেরাই কিনে নিতে পারবে এ রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার!
  • 5/5

মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিন সপ্তাহের মধ্যেই এই টাকা সরাসরি রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

Advertisement