scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 1/9

সাড়ে ৩টে পর্যন্ত পাওয়া ভোট গণনার ফলাফল বলছে, ফের বাংলায় সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। রাজ্যের মোট ২৯২টি আসনের মধ্যে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 2/9

ভোটের লড়াইয়ে জোর টক্কর দেওয়া বিজেপি এখনও পর্যন্ত ৮২টি আসনে এগিয়ে রয়েছে। একশোর গণ্ডী পার করার আশাও এখন ক্ষিণ রাজ্য বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে, পালা বদল তো দূরঅস্ত! মোদী, শাহ, যোগীর লাগাতার প্রচার আর প্রতিশ্রুতির পরেও আসন বেড়েছে তৃণমূলের।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 3/9

কোন অঙ্কে ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত করল তৃণমূল! আসলে ভোটের আগেই তৃণমূল সরকারের একাধিক প্রকল্প বেশ সাড়া ফেলেছে দেশজুড়ে। বেশ কিছু রাজ্য সরকারি প্রকল্পের ঝুলিতে এসেছে আন্তর্জাতিক সম্মানও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রকল্প...

Advertisement
WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 4/9

কন্যাশ্রী: মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৬৬ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হবে। ঐক্যশ্রী: সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক (২০১৯-’২০) ব্যয় ৪০৫ কোটি টাকা। ৮ বছরে রাজ্যের প্রায় ২ কোটি ৩ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হয়েছে।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 5/9

রূপশ্রী: মেয়েদের বিয়ের জন্য ২৫,০০০ টাকা সরকারি অনুদান। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৬ লক্ষ মহিলা এই প্রকল্পে উপকৃত হবে। শিক্ষাশ্রী: রাজ্যের এসসি / এসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৮৩ কোটি টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি শিক্ষার্থী এই প্রকল্পে উপকৃত হবে।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 6/9

খাদ্যসাথী: রাজ্যের মানুষের জন্য সরকারি ভর্তুকিযুক্ত রেশন। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৫০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। স্বাস্থ্যসাথী: বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ২০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হয়েছেন।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 7/9

জয় জোহার এবং তাফশিলি বন্ধু: রাজ্যের তফশিলি জাতি-উপজাতি মানুষের জন্য বার্ধক্যের বিশেষ পেনশন। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৩০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ২৫ লক্ষ মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন। ১০০ দিনের কাজ: এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৩১ কোটি টাকা। রাজ্যের প্রায় ৩০ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া সম্ভব হয়েছে।

Advertisement
WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 8/9

কৃষক বন্ধু: এই প্রকল্পে রাজ্যের কৃষকরা পাবেন ৫০০০ টাকা করে, সঙ্গে ২ লক্ষ টাকার জীবনবিমা। জন্য মোট বার্ষিক ব্যয় ১,১০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ৪১ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন।

WB Government Welfare Schemes: কন্যাশ্রী থেকে রূপশ্রী, সাফল্যে ভর করে বাংলার ক্ষমতায় ফিরছে ‘নিজের মেয়ে’!
  • 9/9

এছাড়াও অনলাইন ক্লাসের জন্য পছন্দের ডিভাইস কিনতে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার! পশ্চিমবঙ্গে প্রায় ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই পেয়েছে এই টাকা।

Advertisement