scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 1/10

চলতি সপ্তাহের শুরু থেকেই একটু একটু করে নামতে শুরু করেছে বাজার দর। গত ২-৩ দিনে বেশ খানিকটা কমেছে কিছু সবজির, মাছ আর চিকেনের দর। তবে ইলিশ-চিংড়ি-খাসির মাংসের দাম কি কমলো? চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারের বাজারদর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)...

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 2/10

খুচরো বাজারে বৃহস্পতিবার জ্যোতি আলুর দর ২৮-৩০ টাকা কেজি (পাইকারি দর ২২-২৫ টাকা কেজি), চন্দ্রমুখী আলু ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে (পাইকারি দর ২৮-৩২ টাকা কেজি)।

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 3/10

আজ খুচরো বাজারে পেঁয়াজের দর ৩৫ টাকা কেজি (পাইকারি দর প্রতি কেজি ২৪-৩০ টাকা), কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০-১২০ টাকায়, রসুন ১০০-১২০ টাকা কেজি, আদা প্রতি কেজি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, ক্যাপসিকাম/ বেলপেপার ১৫০-২০০ টাকা কেজি, পাতিলেবু ১০ টাকায় ৪-৫ পিস।

Advertisement
Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 4/10

গাঁটি কচু কেজি ৪০-৫০ টাকা, মোচা ৪০ টাকা কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা দরে, ফুলকপি ১৫-২০ টাকা পিস, ঝিঙা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৫০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 5/10

কুমড়ো প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ৩০ টাকা কেজি, থোর প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, চালকুমড়ো প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, উচ্ছে ৫০ টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁকরোল ৫০ টাকা কেজি, লাউ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 6/10

কুঁদরি প্রতি কেজি ২০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা কেজি, পটল ৪০-৫০ টাকা কেজি, চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, ইঁচড় প্রতি কেজি ৫০ টাকা, বিনস ৬০ টাকা কেজি, ডাঁটা ৮০ টাকা কেজি, মটরশুঁটি কেজি ১০০ টাকা, ধনেপাতা ৫-১০ টাকা আঁটি (১৫০-২০০ টাকা কেজি), কল্মি শাক ১০ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 7/10

গোটা রুই মাছ প্রতি কেজি ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দর প্রতি কেজি ১৮০-২০০ টাকা, গোটা কাতলা বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা কেজি দরে, কাটা কাতলার দর বৃহস্পতিবার ২৮০-৩৫০ টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি দরে, পার্শে মাছের দর ৩৫০-৪৫০ টাকা কেজি, মাগুড় ৪০০-৫০০ টাকা কেজি, বোয়াল প্রতি কেজি ৪০০-৬০০ টাকা, চিতল মাছ ৬৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Advertisement
Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 8/10

বৃহস্পতিবারের বাজারে মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০-৭৫০ টাকায়। আজ মোটামুটি ৫০০-৭০০ গ্রামের ইলিশের দর ৮৫০-১২০০ টাকা কেজি। এদিকে ৭৫০ গ্রাম থেকে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৮০০-২,০০০ টাকা দরে।

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 9/10

আমুদি মাছ ১০০-১২০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১২০-১৬০ টাকা কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ১৫০-২২০ টাকা প্রতি কেজি, ভোলা মাছের দর ১২০-৩৫০ টাকা কেজি, মৌরোলা ৩০০-৩৫০ টাকা কেজি, ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০-৬০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাগদা চিংড়ির দর ৮০০-১,০০০ টাকা কেজি। 

Aajker Bazar Dar: সামান্য সস্তা হল কিছু মাছ-চিকেন-সবজি; ইলিশ-খাসির মাংসের দর কি কমলো?
  • 10/10

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৮-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) ১৭০-১৮০ টাকা কেজি, পাঁঠা / খাসির মাংস ৬৫০-৭৮০ টাকা কেজি।

Advertisement