Advertisement
ইউটিলিটি

Meteor 350 2025 vs KTM 160 Duke vs Xpulse 210; ২ লাখের মধ্যে কোনটা সেরা?

 Meteor 350
  • 1/10

রয়্যাল এনফিল্ড Meteor 350 র এক্স-শোরুম দাম শুরু ১,৯৫,৭৬২ টাকা থেকে। এই রেঞ্জে অন্য অপশন কী আছে?

৪টি ভ্যারিয়েন্টে
  • 2/10

৪টি ভ্যারিয়েন্টে পাবেন। Fireball, Stellar, Aurora এবং Supernova।  

KTM 160 Duke
  • 3/10

একই রকম দামের মধ্যে একটু অ্যাগ্রেসিভ কিছু চাইলে KTM 160 Duke নিতে পারেন। দাম ১,৮৪,৯৯৮ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Advertisement
 স্পোর্টি কিছু
  • 4/10

হালকা। ভাল পিকআপ। ফলে যাঁরা একটু স্পোর্টি কিছু চান, তাঁরা এটা নিতেই পারেন। কেটিএম এর ফিট অ্যান্ড ফিনিশ সত্যিই ভাল।

 

Hero Xpulse 210
  • 5/10

Hero Xpulse 210 এর দাম ১,৮৫,৮০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। হাইওয়ে কমিউটের পাশাপাশি মাঝেমধ্যে অফরোড অ্যাডভেঞ্চার করতে চাইলে দারুণ।

Ather 450 Apex 
  • 6/10

অনেকেই রয়্যাল এনফিল্ডের প্ল্যান করেও, পরে ভেবে দেখেন যে, তাঁদের প্র্যাকটিকাল কিছুই বেশি পছন্দ। সত্যি বলতে লোকাল যাতায়াত, বাজারঘাটের জন্য এনফিল্ড কেনার মানেও হয় না। সেক্ষেত্রে প্রিমিয়াম ইস্কুটারও কিনতে পারেন। Ather 450 Apex এর দাম ১,৮৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। কমপ্যাক্ট ও স্পোর্টি ইলেকট্রিক স্কুটার।

Ather 450 Apex
  • 7/10

Ather 450 Apex শুধুমাত্র ‘Indium Blue’ রঙেই পাওয়া যায়।
 

Advertisement
Meteor 350
  • 8/10

ফলে প্র্যাকটিকাল কিছুতে ইনভেস্ট করতে চাইলে Meteor 350 র বদলে Ather 450 Apex নিতে পারেন।

Bajaj Pulsar NS400Z
  • 9/10

Bajaj Pulsar NS400Z ভারতের সবচেয়ে সস্তা ৪০PS পাওয়ার মোটরসাইকেল। 

Bajaj Pulsar NS400Z
  • 10/10

Bajaj Pulsar NS400Z ট্যুরিংয়ের জন্যও মন্দ নয়। Meteor 350 র প্রায় দ্বিগুণ পাওয়ার জেনারেট করে

Advertisement