Advertisement
ইউটিলিটি

MES Recruitment: মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিয়োগ চলছে; বেতন ৩৪,৮০০ টাকা!

  • 1/10

৫০২টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (MES)। এই নিয়োগ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে করা হবে।

  • 2/10

মার্চের প্রথম সপ্তাহে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (MES) অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ এর আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  • 3/10

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (MES) বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপারভাইজার পদে ৪৫০ জনকে এবং ড্রাফটসম্যান পদে ৫২ জন নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫০২টি আসনে নিয়োগ করা হবে।

Advertisement
  • 4/10

শিক্ষাগত যোগ্যতা: সুপারভাইজার (ব্যারাক অ্যান্ড স্টোর) পদের জন্য আবেদনকারীর কলা (আর্টস) বা বিজ্ঞান শাখায় ডিগ্রি থাকা জরুরি।

  • 5/10

শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে আবেদনকারীর যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারাল অ্যাসিসট্যান্টশিপ-এ ৩ বছরের ডিপ্লোমার শংসাপত্র থাকতে হবে।

  • 6/10

বয়সসীমা: উল্লেখিত দু’টি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর হওয়ার চাই। তবে অনগ্রসর শ্রেণির বা সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

  • 7/10

বেতন: মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (MES) উল্লেখিত দু’টি পদের ক্ষেত্রেই ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা।

Advertisement
  • 8/10

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করে লগ-ইন করতে হবে। আবেদনের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।

  • 9/10

আবেদনের ফি দেওয়া যাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা অথবা তফশিলি অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না। আবেদন করতে হবে ১২ এপ্রিলের মধ্যে।

  • 10/10

প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন। উপযুক্ত নথিপত্রের স্ক্যান কপি-সহ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে mes.gov.in-এ দেওয়া নির্দেশ অনুসরণ করুন।

Advertisement