scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Multi-storey parking: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং! মিলবে একাধিক আধুনিক সুযোগ-সুবিধা

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 1/7

শহরের অফিস-পাড়ায় গাড়ি রাখাটা একটা বড় মাথা-ব্যথার কারণ! কলকাতার সল্টলেক চত্ত্বরেও গাড়ির পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হয় সেখানে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার কর্মীদের।

—প্রতীকী ছবি।

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 2/7

সল্টলেকের অফিস পাড়া, পাঁচ নম্বর সেক্টরে (Sector V) পার্কিং নিয়ে এই সমস্যা আরও প্রকট! তাই সল্টলেকে পার্কিং সমস্যার সমাধানে পাঁচ নম্বর সেক্টরে (Sector V) চালু হল ন’তলা পার্কিং ব্যবস্থা।

—প্রতীকী ছবি।

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 3/7

গত শনিবার সল্টলেকের Sector V-এ এই ন’তলা পার্কিং ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এর ফলে Sector V-এর ৪৩২ একর এলাকার দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধান হতে চলেছে।

—প্রতীকী ছবি।

Advertisement
Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 4/7

এই ন’তলা পার্কিং গড়ে তোলার ফলে সল্টলেকের Sector V-এ যত্রতত্র গাড়ি রাখা ও তার জন্য তৈরি হওয়া যান-জটের দীর্ঘদিনের সমস্যারও সমাধান হতে চলেছে বলে আশা কর্তৃপক্ষের।

—প্রতীকী ছবি।

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 5/7

নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির তরফে জানানো হয়েছে, ২০১৮ সালের শেষ দিকেই এই বহুতল পার্কিং প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছিল। তবে করোনা বিপর্যয় আর লকডাউনের জেরে এই প্রকল্পটি শেষ করতে কয়েক মাস বেশি সময় লেগেছে।

—প্রতীকী ছবি।

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 6/7

সল্টলেকের Sector V-এ A-Q ব্লকের ১ একর জায়গায় এই ন’তলা পার্কিং গড়ে তোলা হয়েছে। এখানে একসঙ্গে ৬৫০টি গাড়ি রাখা যাবে। এই বহুতলের প্রতিটি তলেই রয়েছে শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা। বহুতলে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হবে।

—প্রতীকী ছবি।

Multi-storey parking lot: সল্টলেকে চালু হল ন’তলা পার্কিং!
  • 7/7

জানা গিয়েছে, এই বহুতলে পার্কিং-এর পাশাপাশি বর্ষার জল ধরে রাখা এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হয়েছে। পুনর্বাসন দেওয়া হকারদের জন্য এই বহুতলের একটি তলে ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

—প্রতীকী ছবি।

Advertisement