লক্ষ্মীপুজোর আগে থেকেই একটু একটু করে কমতে শুরু করেছে চিকেনের দাম। শেষ ৫-৬ দিন ধরে লাগাতার পড়ছে চিকেনের দর। রাজ্যের অধিকাংশ জেলাতেই মাংসের দর এখন কেজিতে ১৮০ টাকার নিচে নেমে গিয়েছে।
অক্টোবর মাসের শুরু থেকেই চিকেনের দর ছিল ঊর্ধ্বমুখী। একটা সময় কেজিতে প্রায় ২৪০ টাকায় পৌঁছে গিয়েছিল চিকেনের দাম। সেখান থেকে এখন অধিকাংশ জেলাতেই মাংসের দর প্রায় ১৫-২০ শতাংশ কমেছে। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার (১০ নভেম্বর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৮-১৩৬ টাকা, চিকেন (কাটা) ১৭৫-১৮০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২২-১৩০ টাকা, চিকেন (কাটা) ১৭৫-১৮০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১৮-১২৫ টাকা আর কাটা ১৭০ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১২৫-১৩২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫ টাকা কেজি।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১২২-১২৮ টাকা আর কাটা ১৮০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১২৫-১৩২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫-১৮০ টাকা কেজি।
বীরভূমে চিকেনের দাম গোটা ১২২-১৩০ টাকা কেজি আর কাটা ১৮০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১২৫-১৩২ টাকা আর কাটা ১৭৫ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১৩৫-১৪৫ টাকা কেজি আর কাটা ১৯০ টাকা কেজি। কোচবিহারে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ১৩৫-১৪৫ টাকা আর কাটা ১৯০-১৯৫ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১৩২-১৪০ টাকা আর কাটা ১৮০ টাকা কেজি।