Advertisement
ইউটিলিটি

Chicken Price in Bengal: ১০ মাসে সবচেয়ে সস্তায় চিকেন! ২২ দিনে কেজিতে কমলো ৫০ টাকা

  • 1/9

বিগত ২০-২৫ দিন ধরে লাগাতার কমছে মুরগির মাংসের দর। জুলাই মাসে এ পর্যন্ত কেজিতে প্রায় ৫০-৬০ টাকা সস্তা হয়েছে চিকেন। অধিকাংশ জেলাতেই চিকেন এখন কেজিতে দেড়শো টাকারও কমে বিক্রি হচ্ছে।

  • 2/9

২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মুরগির মাংস কেজিতে ১৫০-১৬০ টাকায় বিক্রি হয়েছিল। তার পর থেকেই একটু একটু করে বাড়তে থাকে দাম। দাম বাড়তে বাড়তে মে মাসে আড়াইশো টাকাও ছাড়িয়ে গিয়েছিল মুরগির মাংসের দর। 

  • 3/9

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দাম পড়তে পড়তে চিকেন এখন বিগত দশ মাসের হিসাবে সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আজ (২২ জুলাই, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...

Advertisement
  • 4/9

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৯৩-১০১ টাকা, মুরগির মাংস (কাটা) ১৫০ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর হাওড়াতে চিকেন (গোটা) প্রতি কেজি ৮৫-৯১ টাকা, মুরগির মাংস (কাটা) ১৪৫ টাকা কেজি।

  • 5/9

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৮১-৮৮ টাকা আর কাটা ১৪০ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৭৬-৮৩ টাকা আর কাটা মাংসের দাম ১৩০-৩৫ টাকা কেজি।

  • 6/9

বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ৮১-৮৮ টাকা কেজি আর কাটা ১৪০ টাকা কেজি। হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ৮১-৮৮ টাকা আর কাটা ১৪০ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৮৩-৮৯ টাকা আর কাটা মাংসের দাম ১৪০ টাকা কেজি।

  • 7/9

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ৭৬-৮২ টাকা কেজি আর কাটা ১৩০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ৮০-৮৬ টাকা আর কাটা ১৪০ টাকা কেজি।

Advertisement
  • 8/9

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ৭৯-৮৫ টাকা কেজি আর কাটা ১৩৫ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম গোটা ৮৭-৯৩ টাকা কেজি আর কাটা ১৫০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ৮০-৮৬ টাকা আর কাটা ১৪০ টাকা কেজি।

  • 9/9

শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৮৪-৯২ টাকা আর কাটা মাংসের দাম ১৪৫ টাকা কেজি। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ৮৪-৯৭ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কেজি ৮৭-৯৩ টাকা আর কাটা মাংস ১৫০ টাকা কেজি।

Advertisement