নভেম্বরে চিকেনের দাম অক্টোবর মাসের তুলনায় বেশ কিছুটা কমেছে। তবে চলতি মাসে উত্তরবঙ্গে যে হারে মুরগির মাংসের দাম কমেছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ততটা কমেনি মাংসের দাম। উত্তরের তুলনায় দক্ষিণে চিকেনের দর কেজিতে প্রায় ২৫-৩০ টাকা বেশি।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে মুরগির মাংসের দর কেজিতে প্রায় ৪০-৪৫ টাকা পর্যন্ত সস্তা হয়েছে। দক্ষিণের জেলাগুলোতে গত মাসের তুলনায় মুরগির মাংসের দাম কমলেও তা কেজিতে ১০-১৫ টাকার বেশি হের ফের হয়নি। চলুন জেনে নিন বুধবার (২৩ নভেম্বর, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৬-১৩৪ টাকা, চিকেন (কাটা) ১৯০-১৯৫ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১৭-১২৪ টাকা, চিকেন (কাটা) ১৯০-১৯৫ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১৪-১২০ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১১০-১১৭ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কেজি।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১১২-১২০ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১১৬-১২২ টাকা আর কাটা মাংসের দাম ১৯০-১৯৫ টাকা কেজি।
বীরভূমে চিকেনের দাম গোটা ১০৯-১১৫ টাকা কেজি আর কাটা ১৮০-১৮৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১১৩-১১৯ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ৯৯-১০৭ টাকা কেজি আর কাটা ১৬৫-১৭০ টাকা কেজি। কোচবিহারে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ৮৪-৯০ টাকা আর কাটা ১৪৫-১৫০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ৮৯-৯৫ টাকা আর কাটা ১৫০-১৫৫ টাকা কেজি।