scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 1/8

১৬ জানুয়ারি, শনিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের মহাযজ্ঞ। দেশজুড়ে ৩ হাজারেরও বেশি ক্যাম্প থেকে লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। তার পর পুলিশ ও প্রশাসনের কর্তারা, পুরকর্মী, সাফাইকর্মী, নগরোন্নয়ন দপ্তরের কর্মীদের এই টিকা দেওয়া হবে। এর পর টিকা দেওয়া হবে দেশের প্রবীণ নাগরিকদের। পরে ধাপে ধাপে সাধারণ মানুষকেও করোনার টিকা দেওয়া হবে।

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 2/8

CoWin অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। প্রথম ডোজ দেওয়ার সময় CoWin অ্যাপের মাধ্যমে নাম, ঠিকানা, ফোন নম্বর নথিভুক্ত করা হবে। টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 3/8

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement
করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 4/8

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হলে OTP ভেরিফিকেশন করা হবে। এর জন্য Aadhaar-এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি। আপনার Aadhaar-এর সঙ্গে যদি এখনও মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে করোনার টিকা নেওয়ার আগে তা অবশ্যই সেরে ফেলুন।

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 5/8

এর জন্য নিকটবর্তী Aadhaar কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বুক করতে হবে। অনলাইন এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এই লিঙ্কে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx ক্লিক করতে হবে।

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 6/8

এই লিঙ্কে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx ক্লিক করে লোকেশন নির্বাচন করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এর পর যাবতীয় প্রয়োজনীয় তথ্য এখানেই নির্দিষ্ট অংশে দিতে হবে।

করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 7/8

সমস্ত জরুরি প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে। এই OTP ভেরিফিকেশন হওয়ার পর অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নিতে হবে। সব হয়ে গেলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হবে। 

Advertisement
করোনার টিকা নিতে চান? আপনার Aadhaar আপডেট করানো আছে তো?
  • 8/8

অ্যাপয়েন্টমেন্টের অংশটি প্রিন্ট নিয়ে আধার কেন্দ্রে গেলে নতুন Aadhaar কার্ড তৈরি করা যাবে সেই সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানোর প্রক্রিয়াটিও সম্পন্ন হবে।

Advertisement