scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

NBCC Recruitment 2021: ক্লার্ক-সহ একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 1/11

একাধিক শূন্যপদে নিয়োগ চলছে ন্যাশনাল বিল্ডিংস কন্সট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC)-এ। গ্রুপ-সি-সহ বেশ কতগুলি আসনে কর্মী নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 2/11

আডিশনাল জেনেরাল ম্যানেজার, ডেপুটি জেনেরাল ম্যানেজার, প্রোজেক্ট ম্যানেজার (সিভিল), ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (সিভিল), সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র স্টেনোগ্রাফার, অফিস আসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 3/11

অফিস আসিস্ট্যান্ট: যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশনের ডিগ্রি করা থাকলেই এই পোষ্টের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ৭০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ২৫ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,৪৩০ টাকা। শুন্যপদ- ১টি (OBC)।

Advertisement
NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 4/11

সিনিয়র স্টেনোগ্রাফার: যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশনের ডিগ্রি করা থাকলেই এই পোষ্টের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ১১০/১৫০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ২৮ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪,৬৪০ টাকা। শুন্যপদ- ১টি (OBC)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 5/11

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: পূর্ণ সময়ের রেগুলার কোর্সে MBA অথবা MSW অথবা ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা— এর মধ্যে যে কোনও একটি থাকতে হবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৩৫ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। শুন্যপদ- ১টি (ST)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 6/11

সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পূর্ণ সময়ের রেগুলার কোর্সে ডিগ্রি থাকলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৩৩ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। শুন্যপদ- ২টি (OBC-1, SC-1)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 7/11

ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং এর পূর্ণ সময়ের রেগুলার কোর্সে ডিগ্রি থাকলে এই পোষ্টের জন্য আবেদন করতে পারা যাবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৪৩ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। শুন্যপদ- ১টি (PwBD)।

Advertisement
NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 8/11

প্রোজেক্ট ম্যানেজার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং এর পূর্ণ সময়ের রেগুলার কোর্সে ডিগ্রি থাকলে এই পোষ্টের জন্য আবেদন করতে পারা যাবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৪৭ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। শুন্যপদ- ১টি (PwBD)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 9/11

ডেপুটি জেনেরাল ম্যানেজার: সিভিল ইঞ্জিনিয়ারিং এর পূর্ণ সময়ের রেগুলার কোর্সে ডিগ্রি থাকলে এই পোষ্টের জন্য আবেদন করতে পারা যাবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৪৬ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০,০০০-২,০০,০০০ টাকা। শুন্যপদ- ২টি (ST)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 10/11

আডিশনাল জেনেরাল ম্যানেজার: ফিনান্সে পূর্ণ সময়ের রেগুলার কোর্সে MBA বা সমতুল্য ডিগ্রি করা  থাকলে এই পোষ্টের জন্য আবেদন করতে পারা যাবে। ৩০ এপ্রিল, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়সের উর্ধসীমা হতে হবে ৪৮ বছর। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০,০০০-২,২০,০০০ টাকা। শুন্যপদ- ১টি (OBC)।

NBCC Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে NBCC; ন্যূনতম বেতন ১৮,৪৩০ টাকা!
  • 11/11

৩০ এপ্রিল পর্যন্ত উল্লেখিত পদগুলির আবেদন করা যাবে। আবেদন জানানোর জন্য NBCC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.nbccindia.com) গিয়ে আবেদন করার নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদনকারীকে ছবি, সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

Advertisement