scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit না ভেঙে স্বল্প সুদে ঋণ নেওয়া যায় এর থেকেই!

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 1/9

বিপর্যয়ের সময়েই মানুষের সঞ্চয় কাজে লাগে। কিন্তু তাই বলে আর্থিক সঙ্কটে Fixed Deposit ভেঙে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়! বরং এই Fixed Deposit-কে কাজে লাগিয়ে আপনি সহজেই ঋণ পেতে পারেন!

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 2/9

আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকে ঋণ নেওয়া ছাড়াও তার ‘ওভারড্রাফ্ট লিমিট’ কাজে লাগাতে পারেন। এতে আপনার সঞ্চয় সুরক্ষিত থাকবে, পাশাপাশি আপনার তাৎক্ষনিক অর্থের চাহিদাও সহজেই পূরণ হবে।

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 3/9

Fixed Deposit-এর ‘ওভারড্রাফ্ট লিমিট’ কাজে লাগাতে চাইলে ব্যাঙ্কগুলি আপনার জমা টাকার ৯০-৯৫ শতাংশ পর্যন্ত অর্থের ওভারড্রাফ্টের সুবিধা দিতে পারে। এ ক্ষেত্রে সুদের হার Fixed Deposit-এ মেলা সুদের হারের চেয়ে বড়জোড় ২ শতাংশ বেশি হতে পারে।

Advertisement
Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 4/9

আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকে ঋণ নেওয়া হলেও সেটি অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ ঋণ। এতে ঋণগ্রহিতার ঋণের প্রায় সমপরিমাণ Fixed Deposit ব্যাঙ্কের কাছে গচ্ছিত থাকে। ফলে ব্যাঙ্কগুলিও অনায়াসেই Fixed Deposit-এর মোট অঙ্কের ৯০-৯৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে।

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 5/9

Fixed Deposit থেকে নেওয়া ঋণে সুদের হার ব্যক্তিগত ঋণের সুদের হারের চয়ে কম হয়। এর পাশাপাশা, Fixed Deposit থেকে নেওয়া ঋণে কোনও রকম প্রসেসিং চার্জ দিতে হয় না। এদিকে মোটামুটি ৮-৯ শতাংশ সুদেই তাৎক্ষনিক অর্থের চাহিদা মতো ঋণ পাওয়া যায়।

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 6/9

স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা ব্যবসায়ীক অ্যাকাউন্টের গ্রাহকরাও ব্যাঙ্ক থেকে Fixed Deposit-এর সাহায্যে ঋণ নিতে পারেন। ক্রেডিট স্কোর ভাল হলে সহজেই এ ভাবে ঋণ নেওয়া যেতে পারে। যদিও এটি বাধ্যতামূলক শর্ত নয়।

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 7/9

একক ভাবে হোক বা যুগ্ম ভাবে, Fixed Deposit রয়েছে এমন যে কোনও ব্যক্তিই তার স্থায়ী আমানতের মোট অঙ্কের ৯০-৯৫ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন।

Advertisement
Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 8/9

তবে এমন বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে Fixed Deposit থাকা সত্ত্বেও তার থেকে ঋণ নেওয়া যায় না। চলুন এ বার তেমনই কয়েকটি ক্ষেত্র বা শর্ত সম্পর্কে জেনে নেওয়া যাক...

Loan and Overdraft against Fixed Deposit: আর্থিক সঙ্কটে Fixed Deposit থেকেই ঋণ নেওয়া যায় স্বল্প সুদে!
  • 9/9

কোনও নাবালক বা নাবালিকার নামে করা Fixed Deposit থেকে ঋণ নেওয়া যায় না। এছাড়া, ৫ বছরের মেয়াদকালীন ট্যাক্স সেভিং Fixed Deposit তহবিল থেকেও ঋণ নেওয়া যায় না।

Advertisement