scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 1/6

বছরের শেষ দিনে অথবা নতুন বছরের প্রথমে New Town-এর নতুন Coffee House-এ যাবেন ভাবছেন? কিন্তু নিউ টাউনে তৈরি কফি হাউসে গেলেই তো আর টেবিল খালি পাওয়া যাবে না! বাইরে অপেক্ষা করতে হবে। না হলে অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা টেবিল রিজার্ভ করার ব্যবস্থাও রয়েছে।

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 2/6

কলেজ স্ট্রিটের পুরোনো কফি হাউজ ছেড়ে New Town-এর নতুন Coffee House-এ ভিড় জমাচ্ছেন শহর ও শহরতলির অসংখ্য মানুষ। কিন্তু ভীড় এড়াতে New Town Coffee House কর্তৃপক্ষ এখানকার মোট আসনের একাংশ অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছেন।

ছবি: মনোজ্ঞা লইয়াল।

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 3/6

অনলাইন বুকিংয়ের জন্য New Town-এর নতুন Coffee House-এর ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে। এই বুকিংয়ে ওই আসনে ৯০ মিনিট বসার সুযোগ পাওয়া যাবে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বুকিং করা যাবে। 

ছবি: মনোজ্ঞা লইয়াল।

Advertisement
New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 4/6

আসন প্রতি রিজার্ভেশনের খরচ মাত্র ২০ টাকা। New Town-এর নতুন Coffee House-এর আসন রিজার্ভেশন করা যাবে Book My Show থেকে। চলুন এ বার অনলাইন বুকিংয়ের পদ্ধতি সবিস্তারে জেনে নেওয়া যাক...

ছবি: মনোজ্ঞা লইয়াল।

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 5/6

প্রথমে Book My Show-এর ওয়েবসাইট খুলে সেখানে Coffee House New Town, Kolkata অনুসন্ধান করুন। Coffee House New Town পাওয়ার পর নিচে দেওয়া Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করুন।

ছবি: মনোজ্ঞা লইয়াল।

New Town Coffee House-এ যাবেন? জেনে নিন কী ভাবে সিট রিজার্ভ করবেন
  • 6/6

Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করার পর সময় এবং মোট আসন সংখ্যা নথিভুক্ত করুন। এর পর Login to Proceed ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ফেসবুক অথবা জি-মেইল অ্যাকাউন্টের সাহায্যে রেজিস্টার করুন। তারপর পেমেন্ট করার পর আপনার আসন রিজার্ভেশন সম্পূর্ণ হবে।

Advertisement