scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

NHAI Recruitment 2021: প্রচুর শূন্যপদে নিয়োগ করছে National Highways Authority; বেতন ৩৯,১০০ টাকা!

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 1/9

করোনার সংক্রমণ দেশজুড়ে যে হারে বাড়ছে, তাতে কাজের বাজার বেশ মন্দা! এই পরিস্থিতিতে কলেডের গণ্ডি পেরিয়েও কর্মহীন বহু যুবক-যুবতী। তবে এর মধ্যেও কাজের বাজারে সুখবর দিল National Highways Authority of India।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 2/9

সম্প্রতি একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার পদে এই নিয়োগ করা হচ্ছে।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 3/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪১টি শূন্যপদে টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার নেওয়া হবে। 

Advertisement
NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 4/9

শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা প্রার্থীরাই National Highways Authority of India-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন করতে পারবেন।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 5/9

যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যাবয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা ইচ্ছুক প্রার্থীরা NHAI-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন করতে পারবেন।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 6/9

বিজ্ঞপ্তি অনুযায়ী, NHAI-এর টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের বয়স ২৮ মে, ২০২১ তারিখ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 7/9

বিজ্ঞপ্তি অনুযায়ী, National Highways Authority of India-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিযুক্তদের ন্যূনতম মাসিক বেতন ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকার মধ্যে হবে।

Advertisement
NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 8/9

নিয়োগের পদ্ধতি: ইঞ্জিনিয়ারিংয়ের সেমেস্টারে প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে আবেদনপত্র বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। National Highways Authority of India-এর ওয়েবসাইটেও এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

NHAI Recruitment 2021: নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ; বেতন ৩৯,১০০ টাকা!
  • 9/9

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা National Highways Authority of India-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://nhai.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন। ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদন জানানোর শেষ তারিখ ২৮ মে।

Advertisement