scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

মেট্রো রেলের নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 1/7

মেট্রো রেলে যাত্রার ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি। মেট্রো রেলে চড়ে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মানা বাধ্যতামূলক করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিয়ম না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের!

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 2/7

দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী! এ রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শিয়রে সঙ্কট জেনেও কোনও হেলদোল নেই সাধারণ মানুষের! অধিকাংশ লোকের মুখেই মাস্ক নেই। অনেকে আবার মাস্ক দিয়ে থুতনি ঢেকেই নিশ্চিন্ত!

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 3/7

এই পরিস্থিতিতে মেট্রোর এসি রেক থেকে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রবল! তাই আগাম শতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement
Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 4/7

করোনা সংক্রমণ রুখতে আপাতত মেট্রো রেলে যাত্রার ক্ষেত্রে No Mask, No Metro নিয়ম কার্যকর করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সোজা কথায়, এবার থেকে মেট্রো রেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 5/7

প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্ক ছাড়া কোনও ভাবেই আর যাত্রীদের মেট্রোতে চড়ার অনুমতি দেওয়া হবে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মূলত যাত্রীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 6/7

মাস্ক ছাড়া কোনও যাত্রী যাতে মেট্রোয় প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে রেল পুলিশকে (RPF) কড়া নজরদারি করতে বলা হয়েছে। বুধবার থেকে মেট্রোর প্রতি স্টেশনে গোটা বিষয়টি যাত্রীদের জানানো হচ্ছে।

Kolkata Metro Rail: এই নতুন নিয়মটি জানেন তো? না মানলেই কড়া পদক্ষেপ!
  • 7/7

আপাতত যাত্রীদের সতর্ক করতে মেট্রো রেলের ‘পাবলিক অ্যাড্রেস সিস্টেম’ থেকে নিয়মিত ঘোষণা করা হবে মাস্ক পড়ার বিষয়টি। একই কারণে মেট্রো রেলের টোকেন চালু হওয়ার বিষয়টিও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে।

Advertisement