scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 1/10

মোটা বেতনে প্রচুর শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও হেল্পার নিয়োগ করছে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলে (Northeast Frontier Railway)। এই জোনের ইলেকট্রিকাল বিভাগের টিআরডি উইং-এ এই নিয়োগ চলছে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 2/10

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের ইলেকট্রিকাল বিভাগের টিআরডি উইং-এ মোট শূন্যপদের সংখ্যা ৩৭০টি। এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ২০টি, টেকনিশিয়ান পদে ১৫০টি ও হেল্পার পদে ২০০ জনকে নিয়োগ করা হবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 3/10

আবেদনকারীদের টেকনিকাল বিভাগে যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এবং এর পর নথিপত্র যাচাই করার পর তাঁদের নিয়োগ করা হবে। আবেদনকারীকে রেলের পার্সোনেল অফিসারের মাধ্যমে তাঁর আবেদনপত্র ফরওয়ার্ড করতে হবে।

Advertisement
Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 4/10

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রেলের পার্সোনেল অফিসারের মাধ্যমে আবেদনপত্র ফরওয়ার্ড করা না হলে অথবা যদি ৩০ এপ্রিলের পর আবেদনপত্র জমা জমা পড়ে, সে ক্ষেত্রে ওই আবেদনপত্র বাতিল করা হবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 5/10

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের (Northeast Frontier Railway) প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসারের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের GM(P)/MLG-র পূর্ণ স্বাধীনতা থাকবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 6/10

জুনিয়ার ইঞ্জিনিয়ারদের পে লেভেল ৬, টেকনিশিয়ানদের ক্ষেত্রে পে লেভেল ২ এবং হেল্পারদের ক্ষেত্রে পে লেভেল ১ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। চূড়ান্ত বাছাই পর্বে যে সমস্ত প্রার্থীকে বেছে নেওয়া হবে, তাঁদের নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের (Northeast Frontier Railway) কোনও একটি ডিভিশনে নিয়োগ করা হবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 7/10

আবেদনপত্র গ্রহণ হওয়া ও নিয়োগ পত্র বা বদলির নির্দেশ পাওয়ার পর সেটাই চূড়ান্ত বলে ধার্য করা হবে। একবার নিয়োগ পত্র বা বদলির নির্দেশ জারি হওয়ার পর কোনও কর্মী যদি তাঁর পুরনো কর্মস্থলে থাকতে চান, তাহলে তা কোনও ভাবেই গ্রাহ্য করা হবে না।

Advertisement
Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 8/10

আবেদনপত্রে প্রার্থীকে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, টেকনিকাল যোগ্যতা, নিজের কাস্ট সার্টিফিকেট (এসসি অথবা এসটি অথবা ওবিসি সংক্রান্ত তথ্য ও প্রমাণপত্র যা সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্যই প্রযোজ্য), বর্তমান পদ, পে ম্যাট্রিক্স-সহ যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 9/10

এছাড়া কম্পিউটারের সাধারণ ধারণা আছে কিনা বা শারীরিক কোন প্রতিবন্ধকতা বা সমস্যা থাকলে থাকলে সেগুলিও প্রার্থীকে উল্লেখ করতে হবে তাঁর আবেদনপত্রে। এই আবেদনপত্রে নিজের ফোন নম্বর-সহ বর্তমান অফিসের ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

Northeast Frontier Railway Recruitment: মোটা বেতনে প্রচুর শূন্যপদে হেল্পার, টেকনিশিয়ান নিয়োগ করছে রেল!
  • 10/10

ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের (Northeast Frontier Railway) অফিসিয়াল ওয়েবসাইট nfr.indianrailways.gov.in থেকেই মিলবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র ভারতীয় রেলের বিভিন্ন জোনে কর্মরত ব্যক্তিরাই এ ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন।

Advertisement