scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 1/7

এ বারের বাজেটে আয়করের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি ১ জুলাই, ২০২১ থেকে কার্যকর হবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 2/7

সময় মতো ITR ফাইল না করলে দ্বিগুণ হবে TDS: আয়করের ফাইলিং বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার TDS-এর নিয়মে কিছু পরিবর্তন করেছে। যাঁরা ITR ফাইল করেন না, তাঁদের জন্য এই নিয়মে সমস্যা বাড়তে চলেছে।

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 3/7

TDS-এর নিয়মে পরিবর্তন করতে সরকার আয়কর আইনের 206AB ধারার প্রয়োগ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সময় মতো আয়কর (ITR) ফাইল না করলে ১ জুলাই, ২০২১ থেকে TDS বাবদ দ্বিগুণ টাকা কাটা হবে।

Advertisement
TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 4/7

নতুন বিধি অনুযায়ী, যাঁরা আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের উপরে কর সংগ্রহের উৎস (TCS) ও বেশি হবে।

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 5/7

আয়কর আইনের 206AB-তে বলা হয়েছে, যাঁরা প্রতি বছর ৫০,০০০ টাকার বেশি TDS কাটা যায়, কিন্তু দু'বছর ধরে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না, তাঁদের ১ জুলাই থেকে আরও TDS কেটে নেওয়া হবে।

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 6/7

আয়কর আইনের এই পরিবর্তিত বিধি সেই সকল আয়করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যাঁদের প্রতি বছর TDS ৫০,০০০ টাকার চেয়ে কম কাটা হয় বা যাঁরা গত দুই বছর ধরে অবিচ্ছিন্ন ভাবে নিজেরর আয়কর রিটার্ন জমা দিচ্ছেন।

TDS: এখনও আয়কর জমা দেননি? সামনের মাস থেকে কাটা যাবে দ্বিগুন TDS!
  • 7/7

সুতরাং, আপনি যদি TDS বাবদ অতিরিক্ত টাকা না দিতে চান, তাহলে ৩০ জুনের মধ্যে আপনার আয়কর রিটার্ন ফাইল করুন।

Advertisement